বাংলায় জন্ম নিয়েছো তোমরা
বাংলায় গাইছো গান
ভাষার জন্য দিইয়েছো যারা
বিলিয়ে নিজের প্রান
ঘরে ঘরে দুর্গ গড়ার করেছেন আহ্বান
আমাদের নেতা জাতীর পিতা
শেখ মুজিবুর রহমান ।।
ঘাতকেরা তাকে রক্ত নদীতে
ভাসিয়েছে কালো রাতে
নতুন দুর্গ গড়ো জনতা
দেশ গড়ো এক সাথে
তোমরা আবার গেয়ে ওঠো
জয় বাংলার গান ।।
পিশাচের রক্ত আজো বাংলায়
হায়নারা ঘুরে বেড়ায়
তাদের সাজা হয়নি কেনো
জাতি জানতে চায়
ঘাতক সাজা পায়নি আজো
তাই জনতার অভিমান ।।
মৌসুমি সেন
৫/৮/২০০৬
বাংলায় গাইছো গান
ভাষার জন্য দিইয়েছো যারা
বিলিয়ে নিজের প্রান
ঘরে ঘরে দুর্গ গড়ার করেছেন আহ্বান
আমাদের নেতা জাতীর পিতা
শেখ মুজিবুর রহমান ।।
ঘাতকেরা তাকে রক্ত নদীতে
ভাসিয়েছে কালো রাতে
নতুন দুর্গ গড়ো জনতা
দেশ গড়ো এক সাথে
তোমরা আবার গেয়ে ওঠো
জয় বাংলার গান ।।
পিশাচের রক্ত আজো বাংলায়
হায়নারা ঘুরে বেড়ায়
তাদের সাজা হয়নি কেনো
জাতি জানতে চায়
ঘাতক সাজা পায়নি আজো
তাই জনতার অভিমান ।।
মৌসুমি সেন
৫/৮/২০০৬
No comments:
Post a Comment