Monday, October 31, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮২)

 ওগো বৃষ্টি তুমি আর কেদোনা
কি আছে তোমার বেদনা
তোমার ব্যথায় কাঁদে কারো মন 
নাচে আবার কেউ সারাক্ষণ
সবার মাঝে তুমি আমার অতি প্রিয়জন ।।

কি যাদু তোমার ঐ মাতাল হাওয়ায়
প্রেমিক প্রেমিকার মন ছুয়ে যায়
কেঁপে ওঠে শ্যামল ছায়া বন
মন খুঁজে ফেরে শুধু আপনজন ।।

কি দুঃখে বিজলি ওঠে চমকায়ে
আষাঢ় শ্রাবণের ঘন বরষায়
করি আমি সে রূপ দরশন
মন ভরে ওঠে বরষার এই আয়জন ।।

         মৌসুমি সেন ।।

1 comment:

  1. ক্ষুধার্ত মাটি
    ক্ষুধার্ত মাটির বুকে
    এত কেন ছলনা হরিণী!
    চেয়ো দেখ নাকো মোহনী।
    যদি বা নাও বাও
    কোন কালে শিখিনি;
    তীব্র দুখানা ঝর্ণার আওয়াজ
    মিশে চলে অকর্ষিত বাতাস;
    তুলে নেও ভুলে যায়
    চতুর ভ্রুকুটির দুটি কু ইশারা।
    আত্ন সঞ্চয়ের ক্ষত-বিক্ষত সাওয়াল
    কালচে সবুজে ভরা বৃষ্টি ছটা;
    মাটিতে এত কেন ফলবান তারা?
    ভিষন পূর্ণবতী ঘার্মক্ত তুমি।
    ঘামে ভরা নিলা ভরা সজল চোখে
    আর পার না আমার চোখে তাকাতে;
    তোমার আঁচলের কু ছলনা
    দিশেহারা ঝর্ণার জলধারা।
    এখনও তুমি স্মৃতি-
    জানি নাকো আমি।

    ReplyDelete