Saturday, October 15, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১০৫)

তোমার কষ্ট দেখে কাঁদে আমার মন
তুমি  নিঃসঙ্গতা কাটাতে খোঁজ
বিশ্বস্ত আপন জন
বেদনার রঙে রাঙানো তোমার 
বাঁধন হারা ঐ মন ।।

খেয়ালি ভরা তোমার কথায়
আমার মনে সপ্ন জোগায়
কখনো আবার আলেয়ার মতো
অদৃশ্যে সে হারায়
এ ভাবে তো পাবেনা খুঁজে তুমি
তোমার সপ্ন ভুবন  ।।

কখনো তুমি শিশুর মতো
কখনো বাস্তবতার চিত্র
কখনো আবার কাটাও তুমি
একাকি রাত্রি বিনিদ্র
এভাবে তুমি পাবে কি করে
তোমার সুখের লগন ।।

            মৌসুমি সেন ।।

1 comment:

  1. কতটুকু রাগ অনুরাগ
    আর কতটুকু রাগ কতটুকু অনুরাগ
    নিয়ে বেঁচে আছ তুমি-নারী।
    তারো বেশী যতটুকু তুমি ঢেলে দিয়েছ
    যৌবনের জরদ রতির ক্রিয়ার দরদ;
    পাট ক্ষেতে আড়ালে নগ্ন তুমি
    যতটুকু আছে যে্ৗবন-ঢেলে দেবে কী?
    মাংসের তরতাজা পেয়ালা সূর্য়ের উত্তাপ
    বিকশিত অাওয়াজ আন্তরিক অনুরাগ
    মায়ারী আঁচল খোঁপার বাঁধন,
    কামের আগুন চাওয়া জলজেন্ত শরীর;
    চোখে যেন কথা বলে মায়া ছলে
    পর্দার আড়ালে পর্দা দুলে উঠে;
    বুক ভরা অট্রহাসি চোখের কোণে পাকা চাহনি
    কু ইশারা-কু ইঙ্গিত যতটুকু চেয়েছিলে
    নগ্ন জলের আওয়াজ চতুর ভ্রুকুটি,
    মোহন বাঁশি না তুমি হরিণী
    যুবতী চাষী নাঙ্গলের ফলায়
    নয়ে থাকা তুমি সীমাহীন জমিন,
    শিশিরে ভেজা ঝিনুকের খোলা শরীর
    হারানো জীবনের মাধ নিযৈ আছ তুমি-নারী।

    ReplyDelete