তুমি তো নও পার্বতীর দেবদাস
তাই তোমায় নিয়ে হয়নি লেখা
প্রেমের গল্প বা কবিতা পদ্য
তুমি আমার শুধু আমার অনবদ্য ।।
কোনো মৌসুমি ঝড় পারবেনা
তোমায় করতে পর
চৈতি মাতাল হাওয়া হয়ে
রাখবো অধরে অধর
তোমার প্রতি নেই আমার
অনুযোগ অতি সদ্য ।।
তোমার দুঃখেতে কতো যে দুঃখী
হাজারো চন্দ্রমুখী
আমি তাদের অনুযোগ যত
আড়ালে লুকিয়ে দেখি
তুমি তাদের মাঝেও খোঁজো আমায়
দোষও নিজের ভবিতব্য ।।
মৌসুমি সেন ।।
তাই তোমায় নিয়ে হয়নি লেখা
প্রেমের গল্প বা কবিতা পদ্য
তুমি আমার শুধু আমার অনবদ্য ।।
কোনো মৌসুমি ঝড় পারবেনা
তোমায় করতে পর
চৈতি মাতাল হাওয়া হয়ে
রাখবো অধরে অধর
তোমার প্রতি নেই আমার
অনুযোগ অতি সদ্য ।।
তোমার দুঃখেতে কতো যে দুঃখী
হাজারো চন্দ্রমুখী
আমি তাদের অনুযোগ যত
আড়ালে লুকিয়ে দেখি
তুমি তাদের মাঝেও খোঁজো আমায়
দোষও নিজের ভবিতব্য ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment