ওগো বৃষ্টি তুমি আর কেদোনা
কি আছে তোমার বেদনা
তোমার ব্যথায় কাঁদে কারো মন
নাচে আবার কেউ সারাক্ষণ
সবার মাঝে তুমি আমার অতি প্রিয়জন ।।
কি যাদু তোমার ঐ মাতাল হাওয়ায়
প্রেমিক প্রেমিকার মন ছুয়ে যায়
কেঁপে ওঠে শ্যামল ছায়া বন
মন খুঁজে ফেরে শুধু আপনজন ।।
কি দুঃখে বিজলি ওঠে চমকায়ে
আষাঢ় শ্রাবণের ঘন বরষায়
করি আমি সে রূপ দরশন
মন ভরে ওঠে বরষার এই আয়জন ।।
মৌসুমি সেন ।।
কি আছে তোমার বেদনা
তোমার ব্যথায় কাঁদে কারো মন
নাচে আবার কেউ সারাক্ষণ
সবার মাঝে তুমি আমার অতি প্রিয়জন ।।
কি যাদু তোমার ঐ মাতাল হাওয়ায়
প্রেমিক প্রেমিকার মন ছুয়ে যায়
কেঁপে ওঠে শ্যামল ছায়া বন
মন খুঁজে ফেরে শুধু আপনজন ।।
কি দুঃখে বিজলি ওঠে চমকায়ে
আষাঢ় শ্রাবণের ঘন বরষায়
করি আমি সে রূপ দরশন
মন ভরে ওঠে বরষার এই আয়জন ।।
মৌসুমি সেন ।।