Monday, October 31, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮২)

 ওগো বৃষ্টি তুমি আর কেদোনা
কি আছে তোমার বেদনা
তোমার ব্যথায় কাঁদে কারো মন 
নাচে আবার কেউ সারাক্ষণ
সবার মাঝে তুমি আমার অতি প্রিয়জন ।।

কি যাদু তোমার ঐ মাতাল হাওয়ায়
প্রেমিক প্রেমিকার মন ছুয়ে যায়
কেঁপে ওঠে শ্যামল ছায়া বন
মন খুঁজে ফেরে শুধু আপনজন ।।

কি দুঃখে বিজলি ওঠে চমকায়ে
আষাঢ় শ্রাবণের ঘন বরষায়
করি আমি সে রূপ দরশন
মন ভরে ওঠে বরষার এই আয়জন ।।

         মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-(৮৩)

 হৃদয় সেতো ফেরারী আসামি
কেবলি পালিয়ে বেড়ায়
বুকে বিধা জেলখানার সিঁধ
ভেঙে সে পালায় 
কোনো বাধন পারেনা  করতে সেই 
হৃদয় নিয়ন্ত্রন ।।

ফেরারি হৃদয় থাকেনা কভু
কারো কাছে অধীন
বাঁচতে চায় সে পৃথিবীতে
তাইতো স্বাধীন
সে মুক্ত হাওয়া ভালোবেসে
বেঁচে থাকে চিরন্তন ।।

শাসন বেড়ির শিকল ছেঁড়া
মাতাল হৃদয়
মানতে রাজি নয়তো সে 
কোনো পরাজয়
সে মানে শুধু নির্জনতার
ছায়া ঢাকা নিমন্ত্রন ।।


          মৌসুমি সেন ।।

 

শব্দ -স্বীকৃতি (গান-(৮৪)

তুমি সম্পর্ক গড়েছো শুধু 
আমায় নিন্দায় ভরাতে
ভালো বাসনি তবু এসেছিলে
আমায় চোখের জল ঝরাতে ।।

তোমার পাষাণ মনে ছিলোনা রঙ
একবার ও যদি তুমি বলতে 
বেদনার জলে পিছলে যেত না পথ 
কষ্ট হোত না পথ চলতে
কেমন আছি চাওনি তুমি
একবার ও তা জানতে ।।

নিঠুর মন নিয়ে বলো কেনো এলে
সুরের ভেলায় ওগো  ভাসতে
ঠিকানা জানিনা কোথায় যাবো আমি
তোমার ঠিকানা খুঁজতে
ব্যথায় ভরা মন আমার
চাওনি তো একবার ও বুঝতে ।।


              মৌসুমি সেন ।।
 

Saturday, October 22, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮৫)

 এখনো তেমনি আছে 
সাজানো গীটার
পড়ার টেবিল তার 
সামনে চেয়ার
ঈয়ন নেই ঈয়ন নেই
তাই আমার পৃথিবী আঁধার ।।

বিছানায় পরে থাকা বালিশ গুলো
করেনা এখন কেউ এলোমেলো
জ্বলছে নীল বাতি সেই মনিটর
ঈয়নের অতি প্রিয় কম্পিউটার।।

ক্রিকেটের ব্যাট বল সবই পড়ে আছে
মোবাইল ফোনটা বাজে সৃতির মাঝে
ঈয়ন কে হাড়িয়ে আমি করি হাহাকার
নয়নে অশ্রু ঝরে শ্রাবণ আষাঢ় ।।


         মৌসুমি সেন ।।
           ৭/৬/২০১০
 

শব্দ -স্বীকৃতি (গান-(৮৬)

এভাবে কি বাঁচা যায়
তোমার সৃতির আঙিনায়
বারে বারে আমি সব কিছুতেই
পাই খুঁজে তোমায় ।।

সবাই বলে তুমি নাকি 
ভালো আছো তোমার পৃথিবীতে
তবু মন আমার মানেনা মানা
দিন যায় কাঁদিতে কাঁদিতে
তোমায় ছাড়া পারিনা ভাসতে
দুঃখ সুখের ভেলায় ।।

ভাবতে পারিনা তুমি নেই
আজ আর আমার জীবনেতে
তোমায় ছাড়া ব্যর্থ জীবন
হারাতে চাই তাই মরনেতে 
মনটা আমার করতে পাষাণ
কষ্টে বুক ফেটে যায় ।।

        মৌসুমি সেন ।।
        ৯/৬/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-(৮৭)

বুকের ভেতরটা ঘুনে পোকায়
দিয়েছে  নিঃশেষ করে
চুপিসারে বলছে সবাই
আমি নাকি যাবো মরে
আমার বিশ্বাস থাকবো বেঁচে
মাগো তোমার স্নেহের চাদরে।।


চিকিৎসক যারা বলেদিয়েছেন
নেই তো আমার সময় বাকি
মাগো মাগো বলে তাই তো শুধু
তোমাকে কাছে ডাকি
মধুর হাঁসি মুখেতে টানি
বুকেতে রক্ত ঝরে ।।


আত্মীয় যারা এসে দেখে যায়
অনাত্মীয়রা ও দেয় সান্তনার বানী
তাদের কথায় শুধু ঝরে মাগো
তোমার দুচোখের পানি
নিয়তি ভাগ্য নিয়ে নিদারুন
এ খেলা যে করে ।।


         মৌসুমি সেন ।।
        ১৬/০৬/২০১০
 

Friday, October 21, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮৮)

 জীবনের শুরুতেই হোলনা কেনো
তোমার আমারপরিচয়
হৃদয়ের এই গোপন ঠিকানায়
পাইনি কেনো খুঁজে তোমায় ।।


তোমার হৃদয়ের পদ্ম পুকুরে
হোলনা সাঁতার কাটা
আমার হৃদয় নদীতে কেবলই
জোয়ার বীহিন ভাটা
এলেনা বসন্তে মন রাঙাতে
এলে জীবনের অবেলায় ।।


তোমার জীবনের ছন্দ গানেতে
হলোনা আমার ঠাই
জনম জনম তবুও দুজন
এক সুরেতে গাই
দিলেনা প্রেম দিলেনা জ্বালা
জড়ালে না মোহ মায়ায় ।।

শব্দ -স্বীকৃতি (গান-(৮৯)

 বাংলায় জন্ম নিয়েছো তোমরা
বাংলায় গাইছো গান
ভাষার জন্য দিইয়েছো যারা
বিলিয়ে নিজের প্রান
ঘরে ঘরে দুর্গ গড়ার করেছেন আহ্বান
আমাদের নেতা জাতীর পিতা
শেখ মুজিবুর রহমান ।।

ঘাতকেরা তাকে রক্ত নদীতে
ভাসিয়েছে কালো রাতে
নতুন দুর্গ গড়ো জনতা
দেশ  গড়ো এক সাথে
তোমরা আবার গেয়ে ওঠো
জয় বাংলার গান ।।

পিশাচের রক্ত আজো বাংলায়
হায়নারা ঘুরে বেড়ায়
তাদের সাজা হয়নি কেনো
জাতি জানতে চায়
ঘাতক সাজা পায়নি আজো
তাই জনতার অভিমান ।।

              মৌসুমি সেন 
            ৫/৮/২০০৬

শব্দ -স্বীকৃতি(৯০)

 আমি সবুজের শাড়িতে জড়িয়ে নিজেকে
কপালে পড়েছি লাল টিপ
তুমি আসবে ফিরে ভেবে
আঁধারে জ্বালিয়ে রেখেছি দ্বীপ ।।

ফুলে ফুলে সাজানো ঘর
আজো রয়েছে সাজানো
সেই যে গুলির শব্দে বেড়িয়ে গেলে
ফিরে আসনি তো এখনো
আমি প্রতিদিন সাঁঝে তোমায় ভেবে
জ্বেলে রাখি মঙ্গল দ্বীপ ।।

দিনে দিনে গিয়েছে পেরিয়ে
কতো যুগ কতো যে বছর
হয়নি তোমার ফেরা হলো না তাই
আমার জীবনের বাসর
জানি  ফিরবেনা আর কখনো তুমি
নিভে গেলো আমার সুখের প্রদীপ ।।

                   মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-৯১)

বারে বারে নিজেকে
লাগে বড় অসহায়
কেন কেউ নেই আমার পাশে
শুভ এই বিজয়ায় ।।

ছিঁড়ে গেছে গাঁথা মালা
শুকনো ফুলে তাই
বাড়ে যে জ্বালা
সৃতি কেন আমাকে কাঁদায়
মন আমার বারে বার
শৈশবে ফিরে যেতে চায় ।।

ব্যথার কাজল আছি পরে
সাবধানে থাকি আমি
অশ্রু যেন না ঝরে
বুঝতে দেবনা আমি আমায়
ভুল বুঝে থাকো যদি
অসময়ে নেবো চিরবিদায় ।।

               মৌসুমি সেন ।।

Thursday, October 20, 2011

শব্দ -স্বীকৃতি (গান-৯২)

 এ জনমে মিটলোনা আর
ভালোবাসার সাধ
সপ্ন ঘোরে কাটে আমার 
জোনাক জলা রাত ।।

ঘুমের মাঝে হেটে চলি
তারার দেশে
সোজা পথ মেলে নাকো
কাঁদি অবশেষে
আলো আর আধারিতে
হাসে দেখো চাঁদ ।।

কত কাল কেটে গেলো
সপ্ন সাঁজাতে
কতো রাত ভোর হলো
সপ্ন মেলাতে
হেঁটে চলি অজানাতে
হাতে রেখে হাত ।।

          মৌসুমি সেন ।।

               ০২/১১/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-৯৩)

 তুমি ও  শিল্পী গানে গানে
আমিও শিল্পী কথায়
সেও শিল্পি সুরে সুরে
অভিমানি ছন্দ ভাষায় ।।

ফোটা ফুল ঝরা ফুল
সব নিয়ে ছন্দ
তাকে নিয়ে প্রতিক্ষণ হয়
কেবলি সুরের দ্বন্দ  
দক্ষিণের জানালা খুলেই শুনি
ছন্দ সুরে যে হারায় ।।


যত আশা ভালোবাসা
সবি তোমার জন্য
ছন্দ সুরে গেয়ে যাও তুমি
হয়ে একা অনন্য
তৃপ্তির নেশায়  আগামীর আশায়
মন আমার ছুটে যায় ।।


             মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-৯৪)

হাজার বছর ধরে
তোমায় আপন করে 
বাঁচতে আমার বড়ো সাধ হয়
তোমায় আপন করে থাকি দূরে সরে
সে তোমায় হারানোর ভয়
তুমি হীন জীবন মরুর মতন
সে জীবন জীবন তো নয় ।।

বন্ধু ভাবি তোমায় শত্রু ও  ভাবি
ভালোবাসাও করি তোমার কাছে দাবি
হৃদয়ে জমানো সুখের হিমালয়
সবটুকু দেবো যে তোমায় ।।

কাছে ডাকি তোমায় দুরেও থাকি
জীবনের চাওয়া সব রয়েছে বাকি
আসে আসুক ঝড় আসুক প্রলয়
মানবোনা কিছুতেই পরাজয় ।।

               মৌসুমি সেন।।

Wednesday, October 19, 2011

শব্দ -স্বীকৃতি (গান-৯৫)

আমার কলসি  ভেঙে দিলি কেন
আমি ফিরবো কেমনে
আমার শাড়ির আঁচল ছেঁড়ে দে রে
তোর গামছা নিয়ে নে ।।


কলসি ছিল জলে ভরা
আমি জল ফেলে দিয়েছি ত্বরা
তোর বাঁশির সুরে দিয়ে সারা
হয়েছি আমি আত্মহারা
তোর পায়ে পড়িরে
আমার ঘোমটা খুলিস নে।।

লাজের মাথা খেয়ে আমি 
তোর বাঁশির সুরে পথে নামি
করে পাড়া- পড়শি কানা কানি
আমার ঝরে চোখের পানি
তুই ডাকিস নে আমারে
আমি মরি পরানে ।।

           মৌসুমি সেন।।
           ০৫/০৫/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-৯৬)

যারে না দেখলে আমার 
একটু সময়ও কাটেনি
কোন অভিশাপে সে আমার
ভাগ্যে যে জোটেনি
বিরহী গানের সুরে
তারে আমি খুঁজে পাই ।।

বসন্ত ফুলের বনে
সৃতি আজ খেলা করে
শিউলি তলায় আজো
শিউলি ফুল যে ঝরে
শুধু আমার প্রিয়া সেথা নাই।।

বৈশাখী ঝড়ের রাতে
তার সৃতি মনে পড়ে
শ্রাবণ ধারার মতো
দু' চোখ অশ্রুতে ভরে
আমি প্রতিটি প্রহরে তাকে খুঁজে বেড়াই ।।


       মৌসুমি সেন ।।
 
আমায় বিশ্বাস করতে বলোনা
হৃদয় পোড়ে একবারই প্রেমের আগুনে
তাই যদি সত্যি হোত ঋতু বদল হতনা
ফুটতোনা ফুল প্রতিটি ফাগুনে ।।

হয়তো সবার জীবনের বসন্ত
হয়না বর্ণীল
তাই বলে আকাশ কি 
ছড়ায় না নীল
শুন্যতা করতে পুরন 
ছুটে যে কারন মানুশ
সুখের পেছনে ।।

হারানো সৃতি বেদনায়
কষ্টে হৃদয় অসান্ত
এই ভেবে মনেরি
আকাশ হয় ক্লান্ত
পূর্ণতায় ভরেনা জীবন তবুও চলা
বাঁচার কারনে ।।

            মৌসুমি সেন ।।
           ১৮/০৬/২০০৯

Tuesday, October 18, 2011

শব্দ -স্বীকৃতি (গান-৯৮)

রাতের প্রহর শেষে ভোরের পাখি
ঘুম ভাঙাতে করে ডাকা ডাকি
আমি ও তোমার ঘুম ভাঙাতে
তোমার হাতে হাত রাখি ।।


ঘুম জড়া চোখের পাতায় 
ভোরের সূর্য উঁকি দেয়
ভোরের আকাশে দখিনা বাতাসে
সুখের ছোঁয়া মিশে রয় 
দিনের শত ব্যস্ততার হিসাব
থেকে যায় তখনো বাকি ।।

চুমু এঁকে কপালে তোমার
ভোরের সূর্য দয় দেখি
ক্ষণিক অনুভুতিতে প্রেমের ছোঁয়ায়
তোমার চোখেতে চোখ রাখি
দিনের শুরুতে ত্রিপ্ত তার এই রঙ
কাজের ক্লান্তিকে রাখে ঢাকি ।।

             মৌসুমি সেন ।।
             ৩১/০১/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৯৯)

কখনো যদি নিজেকে ভাবো একা
লাগে অসহায়
আমি আছি জেনে রেখো
তোমার শুভ কামনায়
তুমি দ্বিধা হীন চলে এসো 
তোমার চেনা ঠিকানায় ।।

তোমারি আছি আমি
তোমারি থাকবো চিরদিন
শোধ দিতে পারবোনা আমি
তোমার ভালোবাসার ঋণ
আজো আমি আছি একা 
তোমার আসার অপেক্ষায় ।।

আমার এ জীবন তো 
তোমাকেই করেছি সমর্পণ
তোমার ছোঁয়াতেই
আমার যা কিছু অর্জন
আমি কিছুতেই পারবোনাকো মানতে
তোমাকে হারানোর পরাজয় ।।

            মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১০০)


অন্যায়ের আপসে করেননি যিনি
কারো কাছে মাথা নত
বাবার মতো রয়েছেন তিনি 
বাংলার ঘরে ঘরে অবিরত
তার নাম নেই তো কারো অজানা
সেই তো জনতার নেত্রী শেখ হাসিনা ।।

কালো টাকার মালিক হইয়া 
দেশের সম্পদ বিদেশ দিয়া
করেননি রাজনীতির সমঝোতা
জানে বাংলার জনতা 
সেই তো মুজিব কন্যা
জননেত্রী শেখ হাসিনা ।।

সত্য সুন্দর আদর্শে গড়া 
নেই যার কোন জোড়া
হয়নি লালসার রক্ত চোখ
জানে বাংলার লোক
তাইতো বাঙালির কান্না
মুজিব কন্যা শেখ হাসিনা ।।

             মৌসুমি সেন ।।

                  ২৮/০৭/২০০৬

Sunday, October 16, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১০১)

তুমি যত কর ঘৃণা আমায়
হৃদয় আমার তত ছন্দ আনে
যত কর বদনাম আমার 
হৃদয় তত আমার সুর টানে
তোমারি কারনে রইবো বেঁচে
মরনের পরেও গানে গানে ।।

দূরে যেতে চাইলেই
দাওনা দূরে যেতে
বিরহী বাতাস বইছে
সে বাতাস আমার মনের কোনে
সুর ছন্দ তুলছে
যত ঘৃণা কর তুমি
থাকবে তবুও এই মনের কোনে ।।

ভুলে যেতে চাইলেও 
ভুলতে দাওনা তুমি
বাঁচিয়ে রাখো ঘৃণার সাগরে
সে কথা জানে আকাশ বাতাস
জানে সাগর পাহাড়ে
তুমি ঘৃণা করো বলেই ভাসবো
আমি প্রেমের বানে ।।


          মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১০২)

হাজার রঙেও রাঙাতে পারিনি
তার মনের  রঙের পৃথিবীকে
এত দিনে বুঝলাম চিনতে পারিনি
আজো চলার পথের সাথীকে ।।

পাশাপাশি কাটিয়েছি কত যে বছর
হাসি- কান্নায় তার হয়ে দোসর
তবু কেন যেন লাগে মনে ভয়
চেনা মুখ কি করে যে অচেনা হয় ।।

কত রাত জেগে জেগে একা ঘরে
কত প্রীতি ছড়িয়েছি মাতাল ঝড়ে
তবু কেন বারে বারে এই মনে হয়
চেনা মানুষটা অচেনা মনে হয়
দোষ দেই শুধু নিয়তিকে ।।

              মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১০৩)

আমি চোখের সাগরের গভীরতা মাপতে
দুটি ঝিনুক খুঁজে নিলাম
তাতে মুক্ত আছে কিনা জানিনা
তবু ঝিনুক চোখে ধরে রাখলাম ।।

মনের কথা যায়না যখন
মুখের ভাষায় বলা
চোখের তারা অখন দৃষ্টি বিনিময়ে
করে ছলাকলা
আমি  দুটি চোখের ঝিনুকে
মুক্ত খুঁজে দেখলাম ।।

সাপের মনি পাবার আশায়
সাপুড়ে ছোটে যে বন
চোখের মনির দৃষ্টি দিয়ে
করে ছলাকলা
আমি দুটি চোখের মনিকে
মুক্ত ভেবে নিলাম ।।

            মৌসুমি সেন
               ১৭/০৮/২০০৭

Saturday, October 15, 2011

আমি সংগীতের ভুবনে এসেছি
সংগীতকে ভালোবেসে
কত অবহেলা পেয়েছি
তবু পথ চলেছি হেঁসে
আমি লিখতে শিখেছি
চোখের জলেতে ভেসে ।।

বুকে চেপে রেখেছি
তোমাদের   উপহাসের ডালি
বেদনার বাগানে ফুটেছিলও ফুল
সেখানেও তোমরা ছড়ালে কালি
এই লজ্জা লুকেয়েছি মাথার কেশে।।


যত কালি মেখেছি 
তোমাদের অবহেলার দারে
যাতনার আগুনে পুড়ে মরেছি
হাহাকার করেছি গানের আসরে
হেরে যেতে শিখিনি হিংসার রেশে ।।


                   মৌসুমি সেন ।।


শব্দ -স্বীকৃতি (গান-১০৫)

তোমার কষ্ট দেখে কাঁদে আমার মন
তুমি  নিঃসঙ্গতা কাটাতে খোঁজ
বিশ্বস্ত আপন জন
বেদনার রঙে রাঙানো তোমার 
বাঁধন হারা ঐ মন ।।

খেয়ালি ভরা তোমার কথায়
আমার মনে সপ্ন জোগায়
কখনো আবার আলেয়ার মতো
অদৃশ্যে সে হারায়
এ ভাবে তো পাবেনা খুঁজে তুমি
তোমার সপ্ন ভুবন  ।।

কখনো তুমি শিশুর মতো
কখনো বাস্তবতার চিত্র
কখনো আবার কাটাও তুমি
একাকি রাত্রি বিনিদ্র
এভাবে তুমি পাবে কি করে
তোমার সুখের লগন ।।

            মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১০৬)

ঐ রাতের সাথী দেখো চাঁদ
তারাদের বসেছে মেলা
মেঘদের ধারে নাকো ধার
জোনাকিরা করছে খেলা ।।

বাতাস  এসে বলে গেলো 
মেঘেরা ছোটে এলোমেলো
 জোছনা উঁকি দিয়ে যায়
প্রিয়ার চোখ ছলোছলো ।।

আকাশ নীল নিয়ে এলো
জোছনা আরো সুধা ঢালও
সেজেছে প্রিয়া দেখো আজ
নতুন বধুর সাজ ।।

            মৌসুমি ।।
         ২১/১২/২০০৫


 

Thursday, October 13, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১০৭)


ভালোবাসা যদি সাদা কাগজ হয়
জীবন কেণো এতো রঙ বদলায়
বেলা অবেলায় ।।

সাগরের ঢেউ যদি 
মনকে ছুঁয়ে যায়
চোখের জলকে কেনো ভাবো
জীবনের পরাজয়
জবাব পাইনা আমি কিছু তার
ভাবি বসে একা নিরালায় ।।

শাওনের ধারা যদি
নূপুরের ঝংকার হয়
চোখের জলের ধারা কেনো তবে
প্রেমের অংকার নয়
কেনো হয় বেদনার অশ্রুজল
কলঙ্কের কালিময় ।।

      মৌসুমি সেন ।।

      

শব্দ -স্বীকৃতি (গান-১০৮)

কোকিলের থেকে সুর চুরিয়ে
আমার ছন্দে গাইলে যখন গান
অনেক দিনের মরচেপড়া বীণার তারের
ভাঙল অভিমান ।।

আমার চাওয়ার বিলাস 
তোমার মাঝে পেলো পূর্ণতা
মুছিয়ে দিলো আমার যত
না পাওয়ার শুন্যতা
তাই দুঃখ ভুলে শুনি শুধু আজ
পাখির কলতান ।।


আমার রক্ত জবা ঠোঁটে
দিলে সোহাগ ভরে 
মধু মন্ত্র পেয়ে গেলাম সুখের নেশায়
তুমি দিলে মাতাল করে
তুমি দিলে তাই পেলাম জীবন
শীতল হোলো প্রান ।।
             
            মৌসুমি সেন ।।

 

শব্দ -স্বীকৃতি (গান-১০৯)

শ্রাবণ রাতের পূর্ণ    জলসিক্ত যৌবনা
ওগো মেঘলা আকাশ
তুমি ছড়ালে যে অনুভূতির আভাস
আর মাতাল দুরন্ত বাতাস ।।

তোমার রুপের নেই তো শেষ
তোমার শ্রাবণ ভরিয়ে দিয়েছে
ফুল ফল সৌন্দর্যের হাজারো আবেশ
ঋতু বৈ চিত্রে তুমি দিয়েছো
পূর্ণতার অভিলাস ।।

শাওন তোমার মেঘলা কেশ
হৃদয় পূর্ণ করে দিলো
বন-বনানী তরুলতার সজীবতা
তোমার কারনে দেখো প্রকৃতি আজ
বিলাসী - বিলাস ।।


         মৌসুমি সেন ।।

Wednesday, October 12, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১০)

যে আলোয় জ্বলছে পৃথিবী
তার আলোটুকু তুমি দেখেছো
যে সুখের করছো দাবি
তার হাঁসি টুকু তুমি মেনেছো
দেখোনি কখনো প্রদিপের পোড়া মন
দেখোনি আলোর আড়ালে ব্যথার আভরন ।।


সুখের মরিচিকা মহলে
ভ্রমন তুমি করেছো
দেখেছো কি সেখানে বিরহের কান্না
জানতে কি কখনো চেয়েছো
বিশ্বাসের চোখে অবিশ্বাস রেখে
যাতনার গান শোন যে কারন ।।


তেমনি ব্যবধানে তুমিও
বদলে গিয়েছো যে কখন
জানতেও  চাওনি একবার ও তুমি
কেমনে আমার দিন কাটে এখন
নিঃশ্বাসের মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে
বেদনার সুর সাধতেও করেছো বারন ।।


                 মৌসুমি সেন ।।






















 

শব্দ -স্বীকৃতি (গান-১১১)

আমি অজান্তে পা রাখলাম চোরাবালিতে
তখন তোমার চোখে দেখলাম সরলতা
হারিয়ে গেলাম সরলতার পাগলামিতে 
চোরাবালি থেকে তুমি আমায় তুললে
জড়িয়ে নিলে তোমার বিশালতার বুকে ।।


ভুলে যেতে চাইলাম আমি
অতীতের আছে যত গ্লানি
তোমায় নিয়ে নতুন সপ্নে
বিভোর হলাম আমি
বুঝলাম তোমার হৃদয় ও ঢেকে আছে
মরুভুমির পিপাসিত মরুতে ।।


আমি বুঝে নিলাম তোমার সব
বিবেকের তাগিদে চোরাবালিতে
হারাতে আমায় দেখে
পারনি নিজেকে বাঁধতে
কতোটা কষ্ট বুকে লুকিয়ে তুমি
হাঁসি দেখতে চেয়েছ এই মুখে ।।


             মৌসুমি সেন ।।


 

Tuesday, October 11, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১২)

মনে যদি পড়ে তোমার আমাকে
চলার পথে দাঁড়িয়ে থেকো
তোমার চলার মাঝে আছে
আমার জীবনের ঠিকানা
সৃতির ডায়রি খুলে দেখো ।।

কখনো যদি আমায় জানতে চাও
সবুজ মাঠকে দেখো
কখনো যদি আমায় দেখতে চাও
নির্মল নীল আকাশ দেখো  ।।


কখনো যদি আমায় বুঝতে চাও
পাখির কলতান শুনিও
পাখির কণ্ঠে কণ্ঠ  মিলিয়ে ডেকো
অন্তরে অন্তর জুড়ে থেকো ।।


            মৌসুমি সেন ।।
           ২৮/০৩/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-১১৩)

কদম তলায় কৃষ্ণের বাঁশি
রাধা বলে আসি আসি
বাজায় কৃষ্ণ আপন মনে
ডাকে রাধা রাধা বলে
আসি বলে রাধায় ফাঁকি দিলরে ।।

ছলা কলা করে কৃষ্ণ
কুলো বধুর প্রেমে পড়ে
যমুনায় জল  আনতও রাধা
কলসি খালি করে
বিনে সুতার মালা তারা ছিলোরে ।।

মাথায় কৃষ্ণের ময়ূর পাখা
তাতে রাধার নামটি লেখা
রাধার প্রেমে হইতো বাধা
কুটিলা তার ননদী
কলঙ্কের হার রাধার গলায় জরালোরে ।।

          মৌসুমি সেন ।।
         ০১/০৪/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-১১৪)

বারে বারে ভুল করে 
তোমাকে বিশ্বাস করেছি আমি
তোমাকে বিশ্বাস করে করে
কেবলি নিঃশেষ  হয়েছি ।।

ভালোবাসা নাম করে 
প্রতারনা করে গেছো তুমি
তোমারি প্রেমে পড়ে
হারানোর জ্বালা নিয়ে জ্বলছি আমি ।।

মিথ্যে ছিলো তোমার ভালোবাসা
বুঝতে আমি পারিনি
দিয়েছিলে  শুধু জ্বালা
যে জ্বালার দাবানলে জলছো তুমি ।।


                    মৌসুমি সেন ।।
                 ১৭/০৪/২০০৫

Monday, October 10, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১৫)

মুখো মুখি বসে আছি
ট্রেনের এক কামড়ায়
অচেনা অজানা ছিলে তুমি
তবু যেন তোমার ঐ দুটি চোখ
বলে কিছু ইশারায়
অবুঝ মন হারিয়ে জায়
অচীন কোণো থিকানায়।।

হটাথ করেই দরজার কামরায়
কড়া নাড়ার আওয়াজ
দুজনার দৃষ্টি জানালা ভেদ করে
সুদুর পাড়ের সবুজ প্রকৃতিতে
বেয়ারার হাতে দুটি চায়ের পেয়ালা
হাত বাড়িয়ে তা নিলাম
ভিরু ভিরু ঠোঁটের কম্পনে
চুমুক দিলাম সে পেয়ালায় ।।

সময় যেন ছুটে চলেছে তাড়াতাড়ি
তুমি আর আমিও দুজন
চোখেচোখে পলকহীন ভাবে
একে অপরকে দেখা
মাইক্রোফোনে বেজে ওঠে সামনে ষ্টেশন
মন ভরে ওঠে বিষাদে
সুখের সময় কখন যে ফুরিয়ে যায়
কেমনে দুজন নেবো বিদায় ।।

              মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১১৬)

তোমারি কারনে পেরেছি আজ
সপ্ন গুলো সাজাতে
তুমি মিশে আছো অনুভবে অস্তিতে
জনমে জনমে আসবো ফিরে
আমরা দুজন পৃথিবীতে ।।

নিঃস্ব হোতে দাওনি তুমি
রেখেছো মনের সীমানায়
শত বেদনায় দাওনি তুমি
কখনো কাঁদতে আমায়
মন প্রান সব দিয়েছি তোমায়
হারিয়েছি হৃদয় তোমাতে ।।

বিশ্ব জুড়ে থাকবে বেঁচে 
তোমার আমার বন্ধন
শত সাধনায় জড়ানো রবে
মধুর মধুর স্পন্দন
সুখ দুঃখে থাকবো বেঁচে
হাজার রঙের বাহারি সৃতিতে ।।

              মৌসুমি সেন ।।

Sunday, October 9, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১৭)

আমি অল্প নিয়ে থাকবো খুশি
যদি দাও  একটু ভালোবাসা
সে টুকু দিও বন্ধু তুমি
করোনা যেন আমায় নিরাশা ।।

তোমারি হাত ধরে বৈশাখী ঝড় রাতে
কাটাবো দুজন পাশা-পাশি একসাথে
ছোট্ট এ চাওয়া আমার মনের
মেটাও আমার এ পিপাসা ।।

তোমারি  চোখে চেয়ে সুখের সপ্ন নিয়ে
চলবো দুজন চোখে চোখে তরী বেয়ে
এ টুকু পাওয়া যেন না হারাই
দাওনা আমায় সেই ভরসা ।।

          মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১১৮)

আমার এ দুটি হাত তুমি
দিয়েছো প্রভু
তোমার প্রার্থনার জন্য
মানুষ রূপে এনে পৃথিবীতে
আমায় করেছো ধন্য
আমি সুন্দর পৃথিবী দেখেছি 
তোমারি কারন ।।

আমার দৃষ্টি দিয়েছো তুমি
দাওনি কেনো দর্শন 
তোমায় ডেকে ডেকে আকুল হই
চোখে ঝরে বর্ষণ
দেখা দাও প্রভু আমার
নয় দৃষ্টি করো হরণ ।।

আমি শুনেছি ওগো প্রভু
তুমি নাকি দয়ার সাগর
তোমায় দেখার সাধ জাগে মনে
তুমি হইওনা পাথর
দেখা দাও প্রভু আমার
তোমাকে করবো বরন ।।

            মৌসুমি সেন ।।
             

শব্দ -স্বীকৃতি (গান-১১৯)

বিধি তোমার খেলা বোঝার
সাধ্য আছে কার
মানুষ তো মরে একবার
আমায় মেরেছো বার বার ।।

জন্ম থেকে হাঁসতে আমায়
দাওনি কোন দিন
এ আমার ভাগ্য লিখন 
বুঝেছি যেদিন
জানতে চেয়েছি কতবার
কোন কালিতে লিখে ছিলে
তুমি ভাগ্য আমার ।।

কি ছিলো আমার অপরাধ
বুঝিনি সেদিন
প্রতিক্ষণে হেরে যাই
হেসেছি যেদিন
এক জীবনে মরন বিধি
দিলে কেনো আমায়
বলো তুমি শতবার  ।।

            মৌসুমি সেন ।।
                   ২০/০৪/২০০৫

Saturday, October 8, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২০)

কেমন করে চলবো সে পথ
যে জীবনে তুমি থাকবেনা
কেমন করে কাটাবো জীবন
যে জীবনে তুমি আসবেনা
ভাবতে পারিনা তুমি ছাড়া 
বাজবে আমার হৃদয় বীনা।।

ভোরের বেলা দু'চোখ ভরে
প্রথম দেখি যাকে
তুমি জানো কিনা জানো বন্ধু
আমি দেখি তোমাকে
তুমি থাকো যতো দূরে সরে
করো আমায় ঘৃণা ।।

গভীর রাতে দু'চোখ খুলে
রঙিন সপ্ন আঁকি
তুমি মানো আর না মানো বন্ধু
সপ্ন তোমায় দেখি
তুমি থাকো যত দূর সীমানায়
আমি শুনবো নাতো মানা ।।

            মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১২১)

দেহ  থেকে মনটা উড়ে গেলো
বুকটা আমার শুন্য করে দিলো
আমার মাঝে আমি আর নেই
একটাই বন্ধু তুমি আছো হৃদয়েই ।।


দেখেছি প্রথম যেদিন আমি তোমায়
সেই থেকেই হারিয়েছি আমি আমায়
অবহে্লা করে যত রাখো দুরেতেই
জীবনের বারো মাস রবো তোমাতেই।।


তোমাকে ভাবি আমি বন্ধু আমার
এ জীবনের যত আশা সবি তোমার
থাকো না যত তুমি দূরে সরেই
রাখবো তোমাকে এই বুকেতে ধরেই ।।


                      মৌসুমি সেন।।
                 ২৫/০৪/২০১০
 

Friday, October 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২২)

চলার পথে ছিলেনা যে দিন তুমি
সেদিন ও তো পথ চলেছি
ব্যথার কালিতে হৃদয় কাগজে
সেদিন ও তো কবিতা লিখেছি
তবে কেন ভাবো আ্মাকে অসহায় 
ভাবো কেন নিরুপায় ।।

ফাগুন দেখেছি আমি
দেখেছি শ্রাবণ 
কি করে তবে তুমি
ভাঙবে এ মন
আমি আর হারবোনা 
তোমাকে ডাকবো না
আসবোনা ফিরে তোমার আঙিনায় ।।


আমি সুখেও হেসেছি
দুঃখে ও কেঁদেছি
জীবন হয় যে এমন
তাও জেনেছি
আর কিছু জানবো না
কারো ধার ধারবোনা
বাধবোনা বুক নতুনের আশায় ।।


                  মৌসুমি সেন
                  ৩০/০৪/২০১০
 

শব্দ -স্বীকৃতি (গান-১২৩)

এই পৃথিবীর সব সীমানায়
ঐ আকাশের তারায় তারায়
আমি খুঁজেছি তোমায়
কোথায় লুকালে তুমি
বলো কোন সীমানায় ।।

শত ডাকার পরেও আমি
পাইনা তোমার সারা
তোমায় খুঁজে খুঁজে ক্লান্ত
এই চোখের তারা
এই চোখের তারা শুধু আজ
শ্রাবণ অশ্রু ঝরায় ।।

কোন অভিমানে গিয়েছো দূরে
জাওনি তুমি তা বলে
তোমায় খুঁজে খুঁজে মন
ভরে ওঠে ব্যথার জলে
এ ব্যথার শেষ আর হবেনা
তুমি হীন সব অন্তরায় ।।

        মৌসুমি সেন ।।
          ১১/০৬/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১২৪)

মাগো তোমার বুকের বিছানায়
ঘুমিয়ে আছি আমি
তোমার মনের স্বর্গেই আবাস
অন্য কোথাও খুঁজো না তুমি ।।

তোমার নিঃশ্বাসে পাবে আমায়
পাবে চোখের তারায়
প্রতিটি বিশ্বাসের  ছোঁয়াতে আছি
সুখের আনন্দ ধারায়
তোমার মাঝেই আছি বেঁচে
হইনি বিপথে গামী ।।

তোমার  অস্তিত্বে আছি যে মিশে
সকল সৃতির মাঝে
তোমার লেখা কবিতা ভাষায়
সব কিছুতেই আছে
তোমার বুকের পাজরে আমি
জানে তা অন্তর যামী ।।

             মৌসুমি
                  ২২/০৬/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১২৫)

যায়না দেয়া কিছুতেই
সৃতির সাগর পাড়ি
বারে বারে আসে ফিরে
ছায়া যেন তার ই ।।

মেঘের চাদর বুকে ভাসে
শ্রাবণ ঝরায় আখি
মাতাল হাওয়া মনের জানালায়
উড়ায় ব্যথার শাকি
দুচোখের পা্তা ভিজে ভিজে
হয়ে ওঠে ভারী ।।

অতীত হোকনা সে যেমনি
দুঃখের কিম্বা সুখের
সৃত হয়ে ই মনের দরজায়
পাজর ভাঙ্গে বুকের
দুঃখ গুলো হয়না তো ভাগ
কষ্ট তার বাহারি ।।

              মৌসুমি সেন ।।
                ২৮/০৬/২০১০





 

শব্দ -স্বীকৃতি (গান-১২৬)


যদি একটু খানি ভালোবাসা
তুমি আমায় দাও
সাগর সম বাসবো ভালো
যদি তুমি চাও ।।

ভালোবাসা নয়তো খেলা
নয় সাজানো ফুল
খেলা ভেবে করো না কো
নতুন কোনো ভুল
জীবন মরন থাকবো তোমার
আপন করে নাও ।।

জোছনা রাতে খেলবো দুজন
লুকোচুরি খেলা
আমায় তুমি করোনাকো
কভু অবহেলা
প্রেমের মালায় জড়িয়ে আমার
সুরে সুর মেলায় ।।

       ০২/১২।২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-১২৭)

ফুল বাগানে  এসে তুমি 
ভুল করেছো নিজে 
মন বাগানে আসো যদি
নেবো তোমায় খুঁজে ।।


মন বাগানের শাখায় শাখায়
ফুটবে প্রেমের ফুল
সেই ফুলের কাঁটার জ্বালায়
খুঁজবে তোমার কুল
থাকো হৃদয় মাঝে ।।

সেই আসনের পূজার থালার
প্রথম ফুলটি তুমি
চাষ অভাবে কাঁদছে আমার
মনের জায়গা জমি
মন বসেনা কাজে ।।

           মৌসুমি সেন ।।

Wednesday, October 5, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২8)

তুমি তো নও পার্বতীর দেবদাস
তাই তোমায় নিয়ে হয়নি লেখা
প্রেমের গল্প বা কবিতা পদ্য
তুমি আমার শুধু আমার অনবদ্য ।।

কোনো মৌসুমি ঝড় পারবেনা
তোমায় করতে পর
চৈতি মাতাল হাওয়া হয়ে
রাখবো অধরে অধর
তোমার প্রতি নেই আমার
অনুযোগ অতি সদ্য ।।

তোমার দুঃখেতে কতো যে দুঃখী
হাজারো চন্দ্রমুখী
আমি তাদের অনুযোগ যত
আড়ালে লুকিয়ে দেখি
তুমি তাদের মাঝেও খোঁজো আমায়
দোষও নিজের ভবিতব্য ।।
           মৌসুমি সেন  ।। 

শব্দ -স্বীকৃতি (গান-১২৯)

কতো সহজেই যে পর হওয়া যায়
তুমি তা বুঝিয়ে দিলে
মন থেকে পারিনা ভুলতে
আজো তুমি আছো
যেমন ছিলে ।।

ভালোবাসা আসে জীবনে
অনেক সাধনায়
শত আনন্দ বিরহ জ্বালায়
আমার কি ভুল ছিল
বলে তো গেলেনা
কি কারনে নিজেকে লুকিয়ে নিলে ।।

অভিমানে ঝরালে যে জল
নীরব কান্নায়
ভাসিয়ে নিজেকে ব্যথার বন্যায়
শুনেও গেলেনা তুমি
শেষ অনুরোধ
কি কারনে আমায় দূরে সরালে ।।

               মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৩০)


ওগো অভিমানিনী
অনুযোগে ভরা ছিলো তোমার ঐ মুখ
দুরু দুরু কেঁপেছিল আমার এই বুক
সুরে সুরে মিশেছিল যত আবেদন
প্রিয়তমা প্রেয়সী তুমি প্রিয়জন ।।

কি কারনে ভুল বুঝে
কষ্ট পেয়েছো নিজে
সে কারন আজো আমি
পাইনি খুঁজে
তোমাকে ভেবে ভেবে কেঁদে ওঠে মন
তোমাকে আমার বড় প্রয়োজন ।।

যে শফথ নিয়ে আমি
ভুলে আছি সুর
সে শফথ ভেঙে তুমি
চলে গেছো দূর
নতুন করে যদি গাই আমি গান
তোমার জন্য আজো সে আয়োজন ।।

              মৌসুমি সেন ।।
 
 
 

Saturday, October 1, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩১)

আমার বুকের মাঝে ভাঙা খাঁচা
পাখি খাঁচায় রাখা দায়
মনের ভাঙা খাঁচা ছিঁড়ে
পাখি শুন্যে উড়াল দেয় ।।

পাখি ছিল যখন আমার
করতো ডাকাডাকি
মধুর মধুর গান শুনাইতো
করতো মাখামাখি
জানতাম যদি পাখি যাবে উড়ে
শিকল বাধিতাম পায় ।।

পাখি আমার বনে এখন
করে বসবাস
আমার খাঁচায় আসেনা আর
করতে হা হুতাশ
বুঝতাম যদি পাখি যাবে ছেড়ে
খাঁচা বাঁধিতাম সূতায় ।।

           মৌসুমি  সেন।।
                

শব্দ -স্বীকৃতি (গান-১৩২)

তোমাকে ছেড়ে আমি চলে যাবো  দূরে
পিছু ডাকলেও আর ফেরাতে পারবেনা
তাই ডেকনা আমায় তুমি
চেনা সেই নামটি ধরে ।।   


ঝড়ে যাওয়া ফুল দিয়ে 
সাজাতে চেয়েছি সজ্জা
সাজাতে পারিনি আমি
লুকাবো কোথায় সেই লজ্জা
তোমাকে ছেড়ে চলে যাবো
ভাবতেই দুচোখ জলে ভরে ।।


আজ মন কাঁদে বিরহে
কেমনে ছিঁড়বো বাঁধন
কি করে বাঁধবো মন
তোমাকে ছাড়া ও প্রিয়জন
চলছি একা পথে আমি
তোমাকে ছাড়া বলো কি করে ।।


                মৌসুমি সেন ।।
                ৩১/০৩/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৩৩)

যে প্রেম ভাষা বোঝেনা কষ্টের
সে তো নয় প্রেম নয় ভালোবাসা
তাকে নিয়ে জায়না তো সপ্ন বোনা
যায়না ভাবা তাকে আপন জনা ।।

দেনা পাওনা নিয়ে হিসেবের খাতা
সে তো স্বার্থের খেলা
তাকে নিয়ে কাটেনা কখনো 
সপ্ন সুখের বেলা
তাকে নিয়ে যায়না তো আঁকা
জীবনের আলপনা ।।


মন মানেনা যেন কিছুতেই আর 
কেঁপে ওঠে হৃদয়
যত ভাবি তাকে নিয়ে
কাটে বিষণ্ণ সময়
সানগ্লাসে চোখ যায় ঢেকে রাখা
যায়না ঢাকা অশ্রু কনা ।।


          মৌসুমি সেন ।।
                   ২২/০৩/২০১০





 

শব্দ -স্বীকৃতি (গান-১৩৪)

করবেনা ক্ষমা কখনো আমায়
বলেছো তুমি স্বজন
বিধাতার শপথ নিয়েই তুমি
করেছো এই হৃদয়ে রক্ত ক্ষরণ ।।

একটাই দোষ ছিলো আমার
তোমাকে হারাতে চাইনি
তাই ছোট্ট একটি মিথ্যে বলেছি
ক্ষমা আমি তার পাইনি
সুখের আশাতে নয় তোমাকে হারানোর ভয়
নিয়েছে  মিথ্যের আশ্রয় মন ।।

ভুল ছিলো শুরুতেই আমার
তোমায় বুঝতে পারিনি
তাই কষ্ট কালিতে লিখে জাই আমি
ভালোবাসা আজো মরেনি
দাওনা যত ব্যথার জল দুচোখে কাজল
এ  হৃদয় তোমাকেই ভাবে আপন ।।


           মৌসুমি সেন
          ১৫/০৩/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৩৫)

যদি না আসো কাছে
তবে জানবে তুমি
ভালবেসে মরে যাবার সুখ 
পেয়ে গেছি আমি ।।

কালবোশেখির ঝড় বলেছে
আমি ভাঙার গান নিয়ে আসি
তুমিও বলেছো দৃষ্টি বদলে আমি
নতুন সপ্নে ভাসি
তুমি  বোঝনা কেনো তুমি ছাড়া
ভাবতে পারিনা আমি সুন্দর আগামি ।।


তোমাকে অকৃপণ ভালোবেসেই
প্রথম শ্রাবণ জলে ভেসেছি
তোমার বুকে সাঁতার কেটে তাই
ভালোবাসার স্বাদ নিয়েছি
তুমি জাননা কি জানো না তোমাকে ছাড়া
জমেনা আমার ভালোবাসার পাগলামি ।।


         মৌসুমি সেন
         ১৪/০৩।২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৩৬)

জানি আমি ভুল করেছি
তোমার ভালোবাসা আশা করে
দাওনি তুমি ভালোবাসা
দিয়েছো কেবলি অবহেলা ভরে।।

ভাবিনিতো কোনো দিন এ হৃদয়
লিখবো আমি বেনামে
বেদনাগুলো জমা রবে
কষ্টের নীল খামে
এ হৃদয় গেছে ভেঙে
ভালোবাসা নামের ঝড়ে ।।


বুঝিনিতো  কখনো আমি
সময়ের হিসাব মেলাতে
সপ্নগুলো যাবে ভেঙে
জীবনের শুরু না হতে
জানতে আমি আজ পারলাম
সব হারানোর পরে ।।


       মৌসুমি সেন ।।