Sunday, September 4, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৮৫)

রাতের আকাশ চাঁদে মাখা সূর্য কিরন
           সবুজ পৃথিবী ছায়া ঢাকা ফুলোবন
তার মাঝ খানে তোমার আমার এই
              গোপন গোপন বিচরণ ।।
জানে জানুক সাঁঝের প্রদীপ
  দেখুক এক আকাশ তারা
তোমায় আমায় নিয়ে গেয়ে উঠুক গান
রাত জেগে থাকা পাখিরা
ভোর হতেই দেখি যেমন 
সূর্যের সাথে পৃথিবীর মিলন ।।

বোঝে বুঝুক দখিনা পবন
   আসুক শত ঝড়ের বেগে
প্রেমের জলধারায় ভিজবো দুজন
         জড়াবো মধুর আবেগে
যেমন জড়ায় আল আঁধার 
     আমরাও জড়াবো তেমন  ।।

           মৌসুমি সেন  ।।
      

No comments:

Post a Comment