তুমি কাছে ডাকলে
পৃথিবী সুন্দর লাগে
তুমি পাশে থাকলে
হৃদয়ে সপ্ন জাগে
তাই তোমাকে ছারা লাগেনা ভালো
বর্ণিল বসন্ত তুমিহীন কা্লো ।।
তোমায় দেখলেই দেখি
সোনালি সকাল
তোমায় ভাবলেই ভাবি
গোধূলি বিকাল
তোমায় নিয়েই আমার যত আশা
আঁধারে তুমিই আলো ।।
তোমাকে নিয়েই গড়ি
সপ্নিল আগামী
তোমার জন্যই এ মনে
হাজারো পাগলামি
তোমায় নিয়েই হাজারো কল্পনা
আমায় করে এলোমেলো ।।
মৌসুমি সেন
১৬/০৩/২০১০
পৃথিবী সুন্দর লাগে
তুমি পাশে থাকলে
হৃদয়ে সপ্ন জাগে
তাই তোমাকে ছারা লাগেনা ভালো
বর্ণিল বসন্ত তুমিহীন কা্লো ।।
তোমায় দেখলেই দেখি
সোনালি সকাল
তোমায় ভাবলেই ভাবি
গোধূলি বিকাল
তোমায় নিয়েই আমার যত আশা
আঁধারে তুমিই আলো ।।
তোমাকে নিয়েই গড়ি
সপ্নিল আগামী
তোমার জন্যই এ মনে
হাজারো পাগলামি
তোমায় নিয়েই হাজারো কল্পনা
আমায় করে এলোমেলো ।।
মৌসুমি সেন
১৬/০৩/২০১০
No comments:
Post a Comment