Sunday, September 18, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫৩)

এত কাছে তুমি আর এসনা
ছলে বলে মন জুড়ে বসনা
কাছে আসা ভালবাসা
দায় যে শুধু যাতনা ।।

ভাবছি আমি তোমায় নিয়ে 
মনের দামে মন বিকিয়ে
যাবে তুমি কোন সুদূরে
খুঁজে আমি পাবোনা ।।

সুখে আমি ছিলাম আগে
এলে তুমি অনুরাগে
তুমি আমার মন নিয়েছো
দূরে যেতে দেবো না।।

যত ভাবি তোমায় নিয়ে
মনের মাঝেথাকো তুমি
আমার মনের সপ্ন কেড়ে
চুপটি করে থেকোনা ।।

       মৌসুমি সেন ।।
     ১৮/০৫/২০০৫

No comments:

Post a Comment