আমি এবারেও বুঝি হারলাম
এ আমার পরাজয় জানলাম
তাই গোপনে আমি কাঁদলাম ।।
লুকিয়ে রেখেছি আমি
জনতার মাঝে
লুকিয়ে রেখেছি আমি
সমাজের মাঝে
লুকাতে পারিনি শুধু বিবেকের কাছে
বিবেক কাঁদছে তাই কাঁদলাম ।।
আমি শপথ নিয়েছি
এইবার তাইতো
কিছুতেই কখনো হার
মানবোনা তো
এবারে আমি তাই সে শপথ নিলাম
পরাজয় গ্লানি কে দূরে সরালাম ।।
মৌসুমি সেন
০২/০৫/২০০৫
এ আমার পরাজয় জানলাম
তাই গোপনে আমি কাঁদলাম ।।
লুকিয়ে রেখেছি আমি
জনতার মাঝে
লুকিয়ে রেখেছি আমি
সমাজের মাঝে
লুকাতে পারিনি শুধু বিবেকের কাছে
বিবেক কাঁদছে তাই কাঁদলাম ।।
আমি শপথ নিয়েছি
এইবার তাইতো
কিছুতেই কখনো হার
মানবোনা তো
এবারে আমি তাই সে শপথ নিলাম
পরাজয় গ্লানি কে দূরে সরালাম ।।
মৌসুমি সেন
০২/০৫/২০০৫
No comments:
Post a Comment