Saturday, September 17, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫৬)

পাষাণ বন্ধু তোমায় মনে পড়ে
চোখের পানি ঝরলে
অতীত আমার আসে ফিরে
তোমায় মনে পড়লে ।।


যাবে যদি ছেড়ে আমায়
জড়িয়ে প্রেমেরই মায়ায়
কেনো দূরে সরলে
মিছে প্রেমের জাল বুনিয়া 
আমায় দোষী করলে ।।


ভালো যদি নাই বাসিলে
বেদনাতে নাই কাঁদিলে
কেন কাছে ডাকলে
বন্ধু আমার মন কাড়িয়া
নয়ন জলে ভরলে ।।


      মৌসুমি সেন
      ২০/০১/২০০৫


 

No comments:

Post a Comment