Friday, September 16, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫৮)

তুমি কত সহজেই পারলে
আমাকে ভুলতে
কতো যন্ত্রণা সয়েছি
যদি তুমি জানতে
অনুশোচনায় তুমিও কি জ্বলতে ।।

কি খেলায় মেতেছো তুমি
বেদনায় জ্বলছি আমি
একবার তুমি তো পারতে
আমার যন্ত্রণা বুঝতে
দেখে যেতে পারছিনা
একা পথ চলতে ।।

তুমি পারনি আমায় মানতে
পারনি বুকেতে টানতে
এসেছিলে কেন তবে বলো
হৃদয় নিয়ে খেলতে
এ খেলার অবসান হবেনা
পারনি তা কেন বলতে ।।

    মৌসুমি সেন
      ২৮/০৮/২০০৫ 

No comments:

Post a Comment