Wednesday, September 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৭৮)

বাসো যদি একটু ভালো
      মনটা  তবে নিও
প্রেমের চিঠি নীল খামেতে
     রেজিস্ট্রি করে দিও
জানতে চেও মিষ্টি করে
     কেমন আছো প্রিয় ।।

সাগর কূলে আসলে তোমায়
   মুক্ত মালা দেবো
নীল পাহাড়ে আসো যদি
     আপন করে নিবো
ভোরের সপ্নে আমায় নিয়ে
     সুখের ঘর বাধিও ।।


তোমায় নিয়ে চাঁদের দেশে
      যাবো হানিমুনে
দিন কাটে না রাত কাটে না
       কল্পনার জাল বুনে
তারার দেশে বাসর হবে
      সাবধানে আসিও ।।

           মৌসুমি সেন ।।
               ১৪/০৭/২০০৬

No comments:

Post a Comment