তুমি কাছে এলে
প্রনয়ে জড়ালে
এত সুখ দিয়ে মনে
আগুন ধরালে ।।
হারিয়ে গেছি আমি
সুখের সাগরে
ছুটে আসি তাই বারে বার
তোমারি দ্বারে
মিলনের মধুমালা
আমাকে পরালে ।।
তোমার মাঝে আছে
অমৃত সুধা
তাই তোমার মাঝে খুঁজি
বিনোদিনী রাধা
তোমারই প্রেমানলে
আমায় পোড়ালে ।।
মৌসুমি সেন ।।
প্রনয়ে জড়ালে
এত সুখ দিয়ে মনে
আগুন ধরালে ।।
হারিয়ে গেছি আমি
সুখের সাগরে
ছুটে আসি তাই বারে বার
তোমারি দ্বারে
মিলনের মধুমালা
আমাকে পরালে ।।
তোমার মাঝে আছে
অমৃত সুধা
তাই তোমার মাঝে খুঁজি
বিনোদিনী রাধা
তোমারই প্রেমানলে
আমায় পোড়ালে ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment