তুমি কৃষ্ণ হতে পারো যদি
আমি হবো তোমার রাধা
তুমি আদম হতে পারো যদি
হাওয়া হতে নেই আমার বাধা।।
জনম জনম বাসতে ভালো
আসবো পৃথিবীতে
হাসবো সুখে ভাসবো দুঃখে
দু'জন এক সাথে
ভাগা ভাগি করবো সমান
তুমি আধা আমি আধা ।।
জীবন মরন জড়াবো দুজন
প্রেমের বাঁধনে
যুগের পরে আসবে যুগ
সৃষ্টির কারনে
দুটি জীবন এক সুরেতে
থাকবে সাথে গাঁথা ।।
মৌসুমি সেন ।।
৩০/০১/২০১০
আমি হবো তোমার রাধা
তুমি আদম হতে পারো যদি
হাওয়া হতে নেই আমার বাধা।।
জনম জনম বাসতে ভালো
আসবো পৃথিবীতে
হাসবো সুখে ভাসবো দুঃখে
দু'জন এক সাথে
ভাগা ভাগি করবো সমান
তুমি আধা আমি আধা ।।
জীবন মরন জড়াবো দুজন
প্রেমের বাঁধনে
যুগের পরে আসবে যুগ
সৃষ্টির কারনে
দুটি জীবন এক সুরেতে
থাকবে সাথে গাঁথা ।।
মৌসুমি সেন ।।
৩০/০১/২০১০
No comments:
Post a Comment