মরুভূমির মতো ছিল হৃদয় আমার
তোমার পরশে ফুটেছে সেথা
প্রেমের রক্ত গোলাপ
আমি বোঝাতে চেয়েছি যতবার
তুমি বলেছো পাগলের প্রলাপ ।।
তোমার পাথর মনে ফোটেনি
কখনো প্রেমের ফুল
ভালবাসা মানে হৃদয়ের কান্না
বুঝিয়েছো আমায় নির্ভুল
তুমি বলতো তবে এই প্রেম নিয়ে
মাঠে বন্দরে চলে কেনো এতো আলাপ ।।
মানতে চাওনি তুমি কখনো
জীবনে প্রেমই সত্য
ভালবাসার মন চায়না তাইতো
জীবনে অনেক বিত্ত
তবে কি কারনে তুমি শোণোনি বলো
আমার অন্তরের এই বিরহ বিলাপ ।।
মৌসুমি সেন ।।
তোমার পরশে ফুটেছে সেথা
প্রেমের রক্ত গোলাপ
আমি বোঝাতে চেয়েছি যতবার
তুমি বলেছো পাগলের প্রলাপ ।।
তোমার পাথর মনে ফোটেনি
কখনো প্রেমের ফুল
ভালবাসা মানে হৃদয়ের কান্না
বুঝিয়েছো আমায় নির্ভুল
তুমি বলতো তবে এই প্রেম নিয়ে
মাঠে বন্দরে চলে কেনো এতো আলাপ ।।
মানতে চাওনি তুমি কখনো
জীবনে প্রেমই সত্য
ভালবাসার মন চায়না তাইতো
জীবনে অনেক বিত্ত
তবে কি কারনে তুমি শোণোনি বলো
আমার অন্তরের এই বিরহ বিলাপ ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment