সেই মেয়েটি নেই আর আমার জীবনে
হাতে পরেছে শাঁখা কপালে কুমকুম
সিঁদুর রাঙিয়েছে সিঁথিতে
আমি পারিনা তাকে ভুলতে
সে আজো আছে আমার মনের প্রিথিবিতে।।
তাকে এত ভালোবাসি
সেও বাসে আমাকে
চাওয়া গুলো একি ছিল
পাওয়া হারালো পলকে
তাকে ছাড়া পারিনা আমি
আমার সপ্ন সাজাতে।।
তাকে ভেবে বাঁধি আমি
বিরহের সুরে যত গান
আমার সবটাই তাকে ঘিরে
আনন্দ ব্যথা অভিমান
আমি হারিয়ে গেছি তার মাঝে
তাকে ছাড়া পারবোনা বাঁচতে ।।
মৌসুমি সেন।।
২১/১২/২০১০
No comments:
Post a Comment