টেলিফোনে বাজলো রিং
বলছি তুলে হ্যালো
শুনতে পেলাম বলছে কেউ
তোমায় বাসি ভালো
ভালো বাসার কথা শুনে
হৃদয় এলোমেলো ।।
ঘুম আসেনা এখন আমার
ভর দুপুর রাতে
মন চায় যখন তখন
থাকতে তার সাথে
আজ কেনো বাজলো না রিং
হায় প্রাণটা বুঝি গেলো ।।
দিন কাটে না এখন আমার
তার কথাই ভেবে
বুকটা করে উথাল পাতাল
কখন যে রিং বাজবে
এই বুঝি বাজল রে রিং
ইস লাইনটা কেটে গেল ।।
মৌসুমি সেন
০৭/০৫/২০০৭
বলছি তুলে হ্যালো
শুনতে পেলাম বলছে কেউ
তোমায় বাসি ভালো
ভালো বাসার কথা শুনে
হৃদয় এলোমেলো ।।
ঘুম আসেনা এখন আমার
ভর দুপুর রাতে
মন চায় যখন তখন
থাকতে তার সাথে
আজ কেনো বাজলো না রিং
হায় প্রাণটা বুঝি গেলো ।।
দিন কাটে না এখন আমার
তার কথাই ভেবে
বুকটা করে উথাল পাতাল
কখন যে রিং বাজবে
এই বুঝি বাজল রে রিং
ইস লাইনটা কেটে গেল ।।
মৌসুমি সেন
০৭/০৫/২০০৭
No comments:
Post a Comment