Sunday, September 11, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৭১)

অতীত কে মুছে দিয়ে তুমি
     কেমন করে নিয়েছো
নতুনকে বরন করে
সে কথা জানতে চায় মন বারে বারে।।


লোকের মুখে শুনেছি
     ভালো আছো তুমি
কাটছে সুখেই তোমার সময়
    তোমার সুখের কথা শুনতেই
দু' চোখ আমার ভিজে যায়
     জানিনা সে জল ঝরে
সুখে নাকি বেদনায়  ।।

কতো না সৃতি মনেতে
   এসে করে ভীড়
বুকেতে বাজে তাই বিষাদের সুর
   কি করে যে কাটে তোমার দিন
জানতে বড় সাধ হয়
    কি ভাবে জীবনকে তুমি
করেছো ওগো মধুময় ।।

No comments:

Post a Comment