Monday, September 5, 2011

শব্দ- স্বীকৃতি ( গান- ৮৪)

আমি সপ্ন রঙিন  পৃথিবীতে
          ঝরে যাওয়া ফুল
সাত সমুদ্র পাড়ি দিলাম
          পেলাম না তো কূল
আমি সারা জীবন করে গেলাম
         ভুলের ওপর ভুল  ।।


ভুলের সাথে বসত করি
       ভুলের মালা গলায় পরি
ভুলের প্রাসাদ এই জীবনে
        শিকর ছড়ায় মূল
আমি ভুলের বোঝা মাথায় নিয়ে
  কানেতে পরি দুল  ।।


ভুলের ঘরে বসত করি
     ভুলের মাঝেই বাই  তরী
গভীর সাগরের অতল তলে
        হারাই  আমি কূল 
আমি ভুলের মালা গলায় পরে
      খোঁপায় বাধি চুল ।।


           মৌসুমি সেন ।।

No comments:

Post a Comment