ফাগুন ঝরানো সন্ধ্যা ওগো
আর দখিনা বাতাস
কানে কানে চুপিসারে
দিয়ে গেছো যে আভাস
আমি ভেবে হই আকুল
হৃদয় আরও ব্যকুল
আমি জেনে বুঝেই মেনে নিলাম
আমার সর্বনাশ ।।
কোকিলের কুহুতান
মনে ধরায় অভিমান
কেন নিয়তি আমার ভাগ্য নিয়ে
করে এই অভিযান
আমি সে কথা ভেবেই ফেলি
আবার কখনো দীর্ঘশ্বাস ।।
সময়ের এই ব্যবধান
চায় যদি কোন অনুদান
আমি সে দানের দিব দিক্ষা
তুমি চাও যদি প্রতিদান
আমি তেমন কোন ঝড়ের যেন
পেয়েছি পূর্বাভাস ।।
মৌসুমি সেন ।।
আর দখিনা বাতাস
কানে কানে চুপিসারে
দিয়ে গেছো যে আভাস
আমি ভেবে হই আকুল
হৃদয় আরও ব্যকুল
আমি জেনে বুঝেই মেনে নিলাম
আমার সর্বনাশ ।।
কোকিলের কুহুতান
মনে ধরায় অভিমান
কেন নিয়তি আমার ভাগ্য নিয়ে
করে এই অভিযান
আমি সে কথা ভেবেই ফেলি
আবার কখনো দীর্ঘশ্বাস ।।
সময়ের এই ব্যবধান
চায় যদি কোন অনুদান
আমি সে দানের দিব দিক্ষা
তুমি চাও যদি প্রতিদান
আমি তেমন কোন ঝড়ের যেন
পেয়েছি পূর্বাভাস ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment