Saturday, September 17, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫৫)

প্রেম প্রেম খেলা আর খেলনা
এ খেলার শেষ টা তো ভালোনা
শুরু টা যতই হোক হাঁসি খুশি
শেষ টা তো কান্না কপাল দোষী 
খেলনা খেলনা ............।


তুমি বড় শেয়ানা
ভাব করো দিওয়ানা
না বুঝিয়া মন আমি দেবোনা
তোমার খেলার সাথী 
আমি  হবোনা ।।


করোনা কো বাহানা
প্রেম আমি দেবনা
হৃদয় নিয়ে তুমি 
খেলা করোনা
ছলনাতে তুমি কারো 
মন কেড়োনা ।।


      মৌসুমি সেন 
        ১৪/০৫/২০০৫

No comments:

Post a Comment