শ্যাম বাজারে গেলাম আমি
শ্যামের দেখা নাই
প্রেম বাজারে তোমায়আমি
খুজিয়া বেড়াই ।।
ব্রজের বাঁশি বে্জে ওঠে
আমার অন্তরে
দিন কাটে না এখন আমার
প্রেমের মন্তরে
তাই রাধার মতো বিরহের গান
গেয়ে আমি যাই ।।
বাঁশের বাঁশি রাধা নামে
ডাকলে আমারে
তোমার প্রেমেই হতাম পাগল
চাইনা শ্যামেরে
রাখবো ধরে এ বুকেতে
যেন না হারাই ।।
মৌসুমি সেন
১০/০৫/২০০৭
শ্যামের দেখা নাই
প্রেম বাজারে তোমায়আমি
খুজিয়া বেড়াই ।।
ব্রজের বাঁশি বে্জে ওঠে
আমার অন্তরে
দিন কাটে না এখন আমার
প্রেমের মন্তরে
তাই রাধার মতো বিরহের গান
গেয়ে আমি যাই ।।
বাঁশের বাঁশি রাধা নামে
ডাকলে আমারে
তোমার প্রেমেই হতাম পাগল
চাইনা শ্যামেরে
রাখবো ধরে এ বুকেতে
যেন না হারাই ।।
মৌসুমি সেন
১০/০৫/২০০৭
No comments:
Post a Comment