Wednesday, September 14, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৬৪)

ভালোবেসে কাছে এলেই যখন
কাছে থেকো আমার হয়ে সারা জীবন
কথা দিলাম বন্ধু তোমায়
দেবো তোমায় আমার এই মন ।।

ভোরের পাখির গান শুনে 
ভাঙবে তোমার ঘুম
আমি ছুটে যাবো তোমার কাছে
মানবোনা শনি রবি সোম
দুটি মন এক হোলে
ভালোবেসে হারাবো দু'জন।।


যখন সাঝের বেলা পাখি
ফিরবে আপন নীড়ে
আমি থাকবো তোমার কারনে
যমুনার ঢেউ গুনে তার ঐ তীরে
তুমি আমি মিশে যাবো
স্রোতের ধারার মতন ।। 


       মৌসুমি সেন ।।
        ১২/০৫/২০০৭




 

No comments:

Post a Comment