এমন করে হয়তো একদিন
হারিয়ে যাবো আমি
কি কারনে কতো অভিমানে
জানবেনাকো তুমি
ভূল বোঝনা বন্ধু ওগো
কেমন আছি জেনে দেখো
হৃদয় আমার কেমন করে
হোল শ্মশান পুরী ।।
চন্দন কাষ্ঠে বাধা আষ্ঠে পৃষ্ঠে
ধূপের গন্ধ পাবে তুমি
হৃদয় তোমার কেঁদে কেঁদে
হবে মরুভূমি
দুচোখের নোনাজলে
পুড়ে প্রেমানলে
থাকবে আমার সৃতি
তোমাতেই জুড়ি ।।
অশ্রুতে সিক্ত হয়ে করবে আত্মসুদ্ধি
চিতার আগুনে পুরে হবো ছাই
আমার চিতায় চোখ রাখতেই
দেখবে আমি নাই
হারিয়ে যাবো ঐ সুদূরে
থাকবোনা আর আমি তোমারি ।।
মৌসুমি সেন ।।
হারিয়ে যাবো আমি
কি কারনে কতো অভিমানে
জানবেনাকো তুমি
ভূল বোঝনা বন্ধু ওগো
কেমন আছি জেনে দেখো
হৃদয় আমার কেমন করে
হোল শ্মশান পুরী ।।
চন্দন কাষ্ঠে বাধা আষ্ঠে পৃষ্ঠে
ধূপের গন্ধ পাবে তুমি
হৃদয় তোমার কেঁদে কেঁদে
হবে মরুভূমি
দুচোখের নোনাজলে
পুড়ে প্রেমানলে
থাকবে আমার সৃতি
তোমাতেই জুড়ি ।।
অশ্রুতে সিক্ত হয়ে করবে আত্মসুদ্ধি
চিতার আগুনে পুরে হবো ছাই
আমার চিতায় চোখ রাখতেই
দেখবে আমি নাই
হারিয়ে যাবো ঐ সুদূরে
থাকবোনা আর আমি তোমারি ।।
মৌসুমি সেন ।।
অশ্রুতে সিক্ত হয়ে করবে আত্মসুদ্ধি
ReplyDeleteচিতার আগুনে পুরে হবো ছাই
আমার চিতায় চোখ রাখতেই
দেখবে আমি নাই
হারিয়ে যাবো ঐ সুদূরে
থাকবোনা আর আমি তোমারি ।। ..............অনবদ্য ।।