Wednesday, September 28, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪০)

তোমার দেয়া কষ্ট আমায় 
দিতে পারেনি কান্নার ঝড়
দুচোখের নদী শুকিয়ে সেথা
জেগেছে এক বালুচর ।।

প্রেমই জীবন জীবনই প্রেম
বোঝাতে তুমি এসে
হার জিতের হিসেব আবার
মেলাতে তুমি শেষে
হারাতে চেয়ে হেরেছো তুমি
করেছো নিজেকে স্বার্থপর ।।

সুখের সপ্ন দেখিয়ে আমায়
ভেঙ্গেছো আবার নিজে
অজুহাতের শতক ধারা
দিয়েছো সকাল সাঁঝে
পালিয়ে গেছো নিজের মতোই
সাজিয়ে রেখে বাসর ঘর ।।

              মৌসুমি সেন ।।



No comments:

Post a Comment