Tuesday, September 13, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৬৯)

এখনো সাধ হয়
ভালোবাসা জাগে এই মনে
তোমাকে পেতে চায় মন
জীবনের সংগোপনে ।।

এখনো সাধ হয়
তোমাকে কাছেতে ডাকি
তোমাকেই ভেবে ভেবে
প্রতিরাত জেগে থাকি
এখনো হৃদয় ওঠে ঝড়
তোমায় ভেবে কারনে অকারনে ।।

এখনো সাধ হয়
তোমাকে শুধু ভালোবাসি
এ বুকে বিরহ নিয়ে
তোমার কাছে আসি
এখনো বাসনা জাগে মনে
আদরে জড়াতে দু"জন ।।

         মৌসুমি  সেন ।।
               ২২/০৩/২০১০

No comments:

Post a Comment