Thursday, September 29, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩৮)

এক ভালোবাসার গল্প শুনেছি ক্ষীণ
বেদনা দেখেছি তার সীমাহীন
বেদনার নোনা জলে ভাসতে দেখে তাকে
তার ভাবনায় কাটে আমার সারা দিন ।।

এত ভালোবাসা কেউ বাসতে পারে
গল্প উপন্যাসে পরেছি
তেমনি প্রেমের নমুনা দেখে
কেবলি অবাক হোয়েছি
তার বিরহ সৃতি গুলো সাদা কালো
কষ্ট গুলো যেন অমলিন ।।

শত যাতনার ঢেউ হৃদয়ে রেখে
কাজের ব্যস্ততায় জড়িয়ে
অন্তর নামের সুখ পাখিটাকে
মুক্তি দেয় অজানায় হারিয়ে
কাটে সময় ঘড়ি যেন হাতে ধরি
অষ্ট প্রহর তার সুখবিহীন ।।

          মৌসুমি সেন ।।

No comments:

Post a Comment