Friday, September 16, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫৯)

আবার কাঁদবো দুজন ভালো বেসে
কান্নার জলে ভিজে ভিজে
প্রেমের স্রোতে যাবো ভেসে
আমার হাতে রাখো যদি হাত এসে।।

মন যে বাঁধন হীন
মানেনা কোন নিয়ন্ত্রণ 
তোমার ঐ চোখের ইশারায়
করো যখন নিমন্ত্রন
অনুভুতির আগুনে পুড়ে হই ছাই
হৃদয় যখন হৃদয় মেশে ।।

প্রেম তো এমনই হয়
করেনা লোক লাজ ভয়
নিন্দুকের নিন্দা অপবাদকে
করে সে যে জয়
অনুমানে হৃদয় নগর ঘোরে
বুকের মাঝে থাকে অবশেষে ।।

        মৌসুমি সেন
            ০৭/০৬/২০০৯

No comments:

Post a Comment