আমি চোখের দৃষ্টিতে নয়
মনের দৃষ্টিতে দেখেছি তোমায়
চোখের দৃষ্টিতে আছে হারানোর ভয়
মনের দৃষ্টির নেই কোন ক্ষয় ।।
যে চোখে রঙ্গিন সপ্ন থাকে
সে চোখের দৃষ্টি কালো
মনের দৃষ্টি দেখেনিতো কেউ
কেমনে জলে তার আলো
আমি মনের দামে মন
করতে চাই ক্রয় ।।
যে চোখে কাজল আঁকে
সে চোখে আছে নীল
মনের আকাশ আপন সাজে
করে শুধু ঝিলমিল
তাই আমি মনের দামে
মন করেছি বিক্রয় ।।
মৌসুমি সেন ।।
মনের দৃষ্টিতে দেখেছি তোমায়
চোখের দৃষ্টিতে আছে হারানোর ভয়
মনের দৃষ্টির নেই কোন ক্ষয় ।।
যে চোখে রঙ্গিন সপ্ন থাকে
সে চোখের দৃষ্টি কালো
মনের দৃষ্টি দেখেনিতো কেউ
কেমনে জলে তার আলো
আমি মনের দামে মন
করতে চাই ক্রয় ।।
যে চোখে কাজল আঁকে
সে চোখে আছে নীল
মনের আকাশ আপন সাজে
করে শুধু ঝিলমিল
তাই আমি মনের দামে
মন করেছি বিক্রয় ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment