Sunday, September 18, 2011

শব্দ- স্বীকৃতি (গান-১৫৪)

তুমি যদি কৃষ্ণ হও 
কলির কৃষ্ণ হইও
বাঁশির সুরে তুমি আমায়
রাধা নামে ডাকি ও।।

বৃন্দা বনের কৃষ্ণ তুমি
সখীদেরকে বলিও
প্রেম কাননে ফুল ফুটেছে
যমুনার জল আনিও
মাথায় দিয়ে ময়ূর পাখা
বাঁশির সে সুর সাধিও।।


কলির কৃষ্ণ হইও তুমি
রাধা আমায় বানাইও
ছলনাতে বাঁশি নিয়ে 
লুকিয়ে আমায় খুজিও
কলির কৃষ্ণ হয়ে আমায়
মিলন মালা পরাইও ।।


রাধার প্রেমের প্রেমিক তুমি
নাচে গানে ভুলিও
সখীদেরকে ফাঁকি দিয়ে
লুকিয়ে আমায় খুজিও
কলির কৃষ্ণ হয়ে আমায় 
মিলন মালা পরাইও ।।

    মৌসুমি সেন ।।





    

No comments:

Post a Comment