যেমন পুড়ে পুড়ে
সোনা খাটি হয়
তেমন ভালো বেসে আমি
হয়ে গেছি ক্ষয়
আমার চোখের জল
মিথ্যে হবার নয় ।।
নিভে গেছে মনেরি আলো
কেনো তুমি বাসনি ভালো
চলে গেছে যে সময়
হাড়িয়ে হেলায় ।।
কেঁদে কেঁদে হয়েছি সারা
বলে দেয় চোখেরই তারা
কতো সুখী হয়েছো
কাঁদিয়ে আমায় ।।
মৌসুমি সেন।।
০৯/০৫/২০০৬
সোনা খাটি হয়
তেমন ভালো বেসে আমি
হয়ে গেছি ক্ষয়
আমার চোখের জল
মিথ্যে হবার নয় ।।
নিভে গেছে মনেরি আলো
কেনো তুমি বাসনি ভালো
চলে গেছে যে সময়
হাড়িয়ে হেলায় ।।
কেঁদে কেঁদে হয়েছি সারা
বলে দেয় চোখেরই তারা
কতো সুখী হয়েছো
কাঁদিয়ে আমায় ।।
মৌসুমি সেন।।
০৯/০৫/২০০৬
No comments:
Post a Comment