কি যে আমার হোল
ভালোবাসা লাগেনা ভালো
বেদনার আগুনে পুড়ে পুড়ে
হৃদয়টা করতে কালো
বড় বেশি লাগে যে ভালো।।
যে আমাকে আপন ভাবে
তারে করি পর
যে আমাকে ঘৃণা করে
হৃদয় করে বালুচর
তার কথা ভেবে ভেবেই
হই আমি এলোমেলো।।
যে আমারে সুখী করে
সেই পায় দুঃখ
যে আমায় বেদনায়
ভেঙে করে উন্মুখ
আমি ছুটি তার পিছুই
যে আমায় নিঃস্ব করে দিল।।
মৌসুমি সেন ।।
ভালোবাসা লাগেনা ভালো
বেদনার আগুনে পুড়ে পুড়ে
হৃদয়টা করতে কালো
বড় বেশি লাগে যে ভালো।।
যে আমাকে আপন ভাবে
তারে করি পর
যে আমাকে ঘৃণা করে
হৃদয় করে বালুচর
তার কথা ভেবে ভেবেই
হই আমি এলোমেলো।।
যে আমারে সুখী করে
সেই পায় দুঃখ
যে আমায় বেদনায়
ভেঙে করে উন্মুখ
আমি ছুটি তার পিছুই
যে আমায় নিঃস্ব করে দিল।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment