আমি অন্ধ সেজেই বন্ধ দুয়ার রাখবো
আমি অনুমানের জলছবিতে
তোমার ছবি আঁকবো
যদি তোমার মনে না থাকে
দন্ধ প্রতি দন্ধ ।।
আমি অনুমানের সিঁড়ি বেয়ে
তোমার কাছে আসবো
কখনো আবেগে আপ্লুত হয়ে
দুচোখের জলে ভাসবো
আবার কখনো তোমার বুকে মাথা রেখে
নেবো ভালবাসার গন্ধ ।।
আমি অনুতাপের আগুনে পুড়ে
ভালবেসে একা মরবো
কখনো মনের দৃষ্টি টুকু
একান্ত গোপন করবো
তোমার হাতে হাত রেখেই আমি
লিখবো প্রেমের প্রবন্ধ ।।
মৌসুমি সেন ।।
আমি অনুমানের জলছবিতে
তোমার ছবি আঁকবো
যদি তোমার মনে না থাকে
দন্ধ প্রতি দন্ধ ।।
আমি অনুমানের সিঁড়ি বেয়ে
তোমার কাছে আসবো
কখনো আবেগে আপ্লুত হয়ে
দুচোখের জলে ভাসবো
আবার কখনো তোমার বুকে মাথা রেখে
নেবো ভালবাসার গন্ধ ।।
আমি অনুতাপের আগুনে পুড়ে
ভালবেসে একা মরবো
কখনো মনের দৃষ্টি টুকু
একান্ত গোপন করবো
তোমার হাতে হাত রেখেই আমি
লিখবো প্রেমের প্রবন্ধ ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment