Sunday, September 18, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫২)

তুমি কি খেলায় মেতেছো
আমার মনটা  নিয়ে
কি এমন সুখ পেয়েছো
আমাকে কাঁদিয়ে ।।

আমি তো সইতে পারিনা
তোমার দেয়া ব্যথায়
মন আমার কেঁদে যায়
বুক ভরা বেদনায়
তোমাকে পাবো আমি কিবা দিয়ে ।।

আমি তো মানতে পারিনা
তোমার দেয়া শূন্যতা
মন ভেঙে যদি দিবে
কেনো দিয়েছিলে পূর্ণতা
অবেলায় দিলে তুমি আমাকে ফিরিয়ে ।।

            মৌসুমি সেন ।।
                ২৭/০৪/২০০৫

No comments:

Post a Comment