Thursday, September 29, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩৯)

আজ শুধু ভাগ্যকে দিয়ে যাই দোষ
জীবনের সাথে করেছি প্রতারনা
সুখের সাথে করতে আপোস
তাই যত পার বলো আমাকে
আমি এক নষ্ট মানুষ ।।

সুখের আশা সবাই করে
আমিও চেয়েছি সুখ
আঘাতে আঘাতে দিয়েছি ভেঙে
তোমার সপ্নের বুক
রঙের নেশা দুচখে মেখে
নিজেকে করেছি বেহুঁশ ।।

চোখের জলে ভাসিয়ে তোমায়
ছুটেছি সুখের পিছু
আলেয়া হয়ে সে দিয়েছে ফাঁকি
হারিয়েছি সব কিছু
আমার ভুলে জড়িয়ে আমি
হয়েছি আজ অমানুষ ।।

      মৌসুমি সেন ।।
         ১৮/০১/২০১০

No comments:

Post a Comment