Saturday, September 17, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫৭)

তোমায় নিয়ে ভাবি যখন
লিখতে বসি আমি
তোমায় ভাবতেই ছন্দ মেলে
হীরার চেয়ে দামি
উদাস দুপুরে তুমি প্রিয়া
নিয়ছো যে আমার হিয়া ।।

আমার লেখার ছন্দ তুমি
আমার গানের সুর
রেখেছি এ অন্তরে তোমায় 
হারিয়ে যেওনা দূর
সকাল সাজে প্রতিটি সময়
কাছে রেখো আমায় প্রিয়া ।।

তুমি এসেছো এই জীবনে
বসন্ত বীথিকায়
পাশে থেকো মরনে তুমি
জ্বলে ধুপ শিখায়
আমি চির সুখে ঘুমিয়ে থেকেও
পাই যেন তোমায় প্রিয়া ।।

     মৌসুমি সেন 
        ১৪/০৫/২০০৫

No comments:

Post a Comment