Tuesday, September 27, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪৫)

ঘর পুড়িলে ছাই হইয়া যায়
কপাল পোড়লে চারা
ভালো বাইসা  মন পুড়িলে
কেঁদে আত্মহারা ।।

বুকের পাজর ভেঙে গেলে
দেখে না তো কেউ
বেদনাতে মনের মাঝে
ওঠে যখন ঢেউ
কেঁদে কেঁদে হইলে সারা
জানে চোখের তারা ।।

মনের বাগান খালি হলে
ফুল ফোটে নারে
ঝরা ফুলে যায় না গাঁথা
মালা জায় যে ছিঁড়ে
মনে মনে লাগলে আগুন
নিন্দায় ভরে পাড়া ।।

       মৌসুমি সেন ।।
              ০৮/০৮/২০০৬

No comments:

Post a Comment