Monday, September 19, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫০)

তুমি হীন দিন কেটে যায়
এভাবে আমার 
তুমি নেই তুমি নেই
সে কথা ভাবতেই 
মন কেঁদে ওঠে বারে বার।।

তুমি ছিলে এই মনে
হৃদয়ের মাঝ খানে
গড়ে সপ্ন বাসর
চলে গেছো বহু দূরে
মিশে আছো সুরে
তোমার কারনে বুকে চেপেছি
ব্যথার পাহাড় ।।


রবে পাশে ভালবেসে
জীবনের বারোমাসে
বেঁধে সুখের ঘর
ভুলে যেতে চাই
কেনো তুমি নাই
পারিনা মানতে তুমি ছাড়া জীবন
বেঁচে থাকার ।।

              মৌসুমি সেন ।।

       ০২/০২/২০০৯

No comments:

Post a Comment