আমার মনের রক্ত গোলাপ
আমি তোমায় দিতে চাই
বিনিময়ে আমি তোমার মনের
রক্ত গোলাপ যেন পাই
এসো একি সাথে তুমি আমি
সপ্নের মাঝে হারাই ।।
মন দিয়ে চাই মনের সাড়া
পারলে দিও তুমি মন
তুমি আমার প্রিয় বন্ধু
আমার আপনজন
এসো প্রেমের ঘাটে আনন্দের
সুখ তরী ভাসাই ।।
কথা দিয়ে পাই সুরের ছোঁয়া
হৃদয় দিয়ে হয় গান
একি সাথে বিন্দু বিন্দু
জমে ওঠে অভিমান
এসো আমরা দুজনে সুরে ছন্দে
হৃদয়ের গান শোনাই ।।
মৌসুমি সেন ।।
০১/০৮/২০০৭
আমি তোমায় দিতে চাই
বিনিময়ে আমি তোমার মনের
রক্ত গোলাপ যেন পাই
এসো একি সাথে তুমি আমি
সপ্নের মাঝে হারাই ।।
মন দিয়ে চাই মনের সাড়া
পারলে দিও তুমি মন
তুমি আমার প্রিয় বন্ধু
আমার আপনজন
এসো প্রেমের ঘাটে আনন্দের
সুখ তরী ভাসাই ।।
কথা দিয়ে পাই সুরের ছোঁয়া
হৃদয় দিয়ে হয় গান
একি সাথে বিন্দু বিন্দু
জমে ওঠে অভিমান
এসো আমরা দুজনে সুরে ছন্দে
হৃদয়ের গান শোনাই ।।
মৌসুমি সেন ।।
০১/০৮/২০০৭
No comments:
Post a Comment