Thursday, September 22, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪৮)

আমি গাইবো আমার গীতে
মাকে আমার মনে পড়ে
হাজারো ভুলের মাশুল গুলো দিতে ।।

গান তো নয় এ আমার কথা
বুকে আমার জমে আছে 
সব হারানোর ব্যথা
আমি চাই যে ফিরে যেতে
মায়ের কোলে লুকিয়ে থেকে
মায়ের আদর পেতে ।।


আমি যাতনায় যে জ্বলে মরি
অচল হোয়েছে জীবন ঘড়ি
আমি বেঁধেছি গলায় বেড়ি
আমি চাই জড়িয়ে নিতে
মায়ের আদর শীতের চাদর
হার কাঁপানো শীতে ।।


        মৌসুমি সেন ।।
            ১৭/০৫/২০০৫
 

No comments:

Post a Comment