Tuesday, September 13, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৬৭)

তুই আমার একটাই তুই
মন বলে তোকে ছুঁই
তুই জানিস নাকি জানিস না
তুই মানিস নাকি মানিস না
আমার মনের আকাশ জুড়ে
একটাই সেই তুই ।।

তুই আমার জানের জান
তুই আমার প্রানের প্রান
তোর মাঝেই দিয়েছি সঁপে
এই দেহ প্রান মন
তোর মাঝে দেখি ভুবন
একটাই তুই প্রিয়জন ।।

তুই আমার পহেলা বৈশাখ
তুই তো বসন্ত উৎসব
তুই আমার মৌনতা 
তুই মুখর কলরব
তোর মাঝেই দেখি পৃথিবী
তুইতো আমার সব ।।

    মৌসুমি সেন
       ৩১/০৩/২০১০

No comments:

Post a Comment