Friday, September 2, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৮৯)

     ভালোবাসার উষ্ণতাতে
        এ হৃদয় গড়ো তুমি
আবার ভাঙো প্রতিদিন
      আমার চাওয়া  কুয়াশায় ঢাকা
          হয়না তা সপ্ন রঙিন ।।

   নিয়মের মাঝেই হয় অনিয়ম
           যে ভাবে মনের অজান্তে
  ছোট্ট জীবনের বড় কিছু ভুল
           সে ভাবেই হয় মানতে
   কখনো আঁধার হারায় জোছনায়
মেঘে ঢাকে সূর্য প্রখর দিন  ।।


   জীবনের মাঝেই খোঁজে  জীবন
      হৃদয় হোয়ে বেপরোয়া
  সে জীবনে যত সব আশা
      কিছুতেই যায়না  তা ছোঁয়া
  আমার সুখ থেমে আছে তোমাতেই
   মন তাই এত উদাসীন ।।

         মৌসুমি সেন ।।


No comments:

Post a Comment