Tuesday, September 6, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৮২)

আমি যন্ত্রণার প্রেমে পড়েছি
      তাই দুঃখ বুকে সীমাহীন
তাই যন্ত্রণার কাছে দিনে দিনে
     বেড়ে গেলো আমার ঋণ 
তাকে জড়াতে ও পারিনা তাড়াতেও পারিনা
  এ আমার অপরাধ ক্ষমাহীন ।।



কখন যেন বুকের মাঝের
খোলা  জায়গাটায়
যন্ত্রণার এই বীজ বুনেছি
    আমি হয়ে অসহায়
তাকে ছাড়া চলতেও পারিনা বলতেও পারিনা
 তবু মন তার কাছে হোল অধীন  ।।




তার কথা ভেবেই আমার 
  হৃদয় পুড়ে  ক্ষয়
যন্ত্রণার এই বাঁধন যেন
    মানেনা পরাজয়
তাকে কাছে টানতেও পারিনা ভুলতেও পারিনা
হৃদয়ে বাজে তাই বিষের বীণ ।।


         মৌসুমি সেন ।।



 

No comments:

Post a Comment