ওরে আমার অবুঝ মন
তুই অবুঝ হয়ে থাকবি
যখন তখন বায়না ধরে
পালাতে না পারবি
বুকের খাঁচায় রাখুম তোরে
উড়াল নাহি দিবি।।
আসুক যত তোর কাছে
সপ্ন ভরা রাত
কথা দে তুই যাবি না কভু
ছেড়ে আমার হাত
দুঃখ সুখে তোর বুকেতে
আমায় ঠাই দিবি ।।
ডাকুক যত সুখপাখি
সাজিয়ে বাসর
কোনো দিনও করিস নে যেন
আমারে তুই পর
সপ্ন যত আমায় দিয়ে
সুখের ঘর বাঁধিবি ।।
মৌসুমি সেন ।।
১৫/০৭/২০০৭
তুই অবুঝ হয়ে থাকবি
যখন তখন বায়না ধরে
পালাতে না পারবি
বুকের খাঁচায় রাখুম তোরে
উড়াল নাহি দিবি।।
আসুক যত তোর কাছে
সপ্ন ভরা রাত
কথা দে তুই যাবি না কভু
ছেড়ে আমার হাত
দুঃখ সুখে তোর বুকেতে
আমায় ঠাই দিবি ।।
ডাকুক যত সুখপাখি
সাজিয়ে বাসর
কোনো দিনও করিস নে যেন
আমারে তুই পর
সপ্ন যত আমায় দিয়ে
সুখের ঘর বাঁধিবি ।।
মৌসুমি সেন ।।
১৫/০৭/২০০৭
No comments:
Post a Comment