ফেলে আসা দিন গেলো হারিয়ে
রেখে গেছে কিছু সৃতি
মনের অ্যালবামে বাজে কিছু
সাদা কালো সুরের গীতি
সে সুর আজো আমার মনে
ছড়ায় প্রেমের প্রীতি ।।
নেই আজ আমার ছেলে বেলা
নেই সেই খেলার মাঠ
চুকে গেছে জীবন থেকে
লেখা পড়ার পাঠ
লুকোচুরি খেলতে ডাকে না আর
পাশের বাড়ির মিনতি ।।
বারে বারে মনের কোনে আসে
ফেলে আসা কিশোর বেলা
খুঁজি ফিরি সৃতির মাঝে
সেই বৈশাখী মেলা
হাড়িয়ে গেছে জীবন থেকে মিনতি
কাকে জানাই হৃদের প্রনতি।।
মৌসুমি সেন ।।
রেখে গেছে কিছু সৃতি
মনের অ্যালবামে বাজে কিছু
সাদা কালো সুরের গীতি
সে সুর আজো আমার মনে
ছড়ায় প্রেমের প্রীতি ।।
নেই আজ আমার ছেলে বেলা
নেই সেই খেলার মাঠ
চুকে গেছে জীবন থেকে
লেখা পড়ার পাঠ
লুকোচুরি খেলতে ডাকে না আর
পাশের বাড়ির মিনতি ।।
বারে বারে মনের কোনে আসে
ফেলে আসা কিশোর বেলা
খুঁজি ফিরি সৃতির মাঝে
সেই বৈশাখী মেলা
হাড়িয়ে গেছে জীবন থেকে মিনতি
কাকে জানাই হৃদের প্রনতি।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment