Friday, September 16, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৬১)

তারারা ফুল হয়ে
 সাজিয়ে রেখেছে
চাঁদের বাসর ঘর
সীমানায় দাড়িয়ে দেখছে
দুরন্ত বৈশাখী ঝড় ।।

তারারা মিটি মিটি জ্বলে
সাজিয়ে বাসর পালঙ্ক
আলো আর আধারীর খেলায়
ধরা পড়ে চাঁদের কলঙ্ক
রাত জাগা পাখিদের সুরের ছোঁয়ায়
চাঁদ জেগে রয় রাত ভর ।।

জোছনা ভরা এই রাতে
মেঘেরা  করেনা গর্জন
চাঁদ তারা সকলেই মিলে
 করে মধুর আলিঙ্গন
উড়ে উড়ে জোনাকিরা ছুটে বেড়ায়
মধু রাতে দিক দিকান্তর ।।

           মৌসুমি সেন
                 ১৪/১০/২০০৬

No comments:

Post a Comment