Tuesday, September 27, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪৪)

প্রথম দেখাতে তোমায়
ভালোলেগেছে
দ্বিতীয় দেখাতে মনে
আশা জেগেছে
ভালো লাগা মনে এসে
দোলা দিয়েছে ভালো লেগেছে।।

প্রতিটি  ক্ষণে ক্ষণে 
মনে পড়ে
নিলে তুমি অনুক্ষণে
মনটি কেড়ে
তৃতীয় দেখাতে বলো কি হোয়েছে
প্রেম জেগেছে নাকি নেশা ধরেছে ।।

নতুন করে আজ 
জানবো তোমায়
চিনবো নতুন করে
আমি আমায়
তার পরে দেখাতে কি হোয়েছে
বলবো কেমনে আমায় প্রানে মেরেছে ।।

         মৌসুমি সেন ।।

No comments:

Post a Comment