Monday, September 5, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৮৩)

কতো যে  কষ্ট আমার বুকের ভিতরটায়
   প্রতিদিন প্রতিক্ষণ মনের আঙিনায়
             তার সৃতি আমায় কাদায়
                বড়ই দুর্ভাগা আমি
   কাটেনা দিন আমার পরম মমতায়।।

   চুরি ফিতা আলতা আমি
       কিনিকিনি কতো দিন
খিল খিল সেই হাঁসির শব্দ
      সৃতিতে ভাসে প্রতিদিন
কতো রঙ  বেরঙের হাড়ি পাতিল
দেখেছি আজো বৈশাখী মেলায় ।।


আজ দিন আমার কাটে
     শুধু বিরহ যাতনায়
যতবার যাই আমি বৈশাখী মেলায়
      কিনবো কার জন্য আজ চুড়ি
 বোন আমার হারিয়ে গেছে
       কাটে আমার দিন তারি ভাবনায়।।

                মৌসুমি সেন ।। 

No comments:

Post a Comment