Thursday, September 22, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪৬)

ও দয়ালরে 
আমায় একবার বলে যাও
কি দোষে আমারে তুমি
অকূলে ভাসাও ।।


দয়াল তোমার কেমন লীলা
দরিয়ায় ভাসিয়ে ভেলা
আকাশ ছেয়ে মেঘের মেলা
উল্টা বাতাস দাও ।।


জীবন তুমি দাও গো দয়াল
আবার কেড়ে নাও
তোমার খেলা একবার তুমি
আমারে বুঝাও ।।


দয়াল তোমার লীলা খেলা
বোঝার শক্তি দাও
বিনা দোষে কেনো তুমি
আমারে কাঁদাও ।।


      মৌসুমি সেন ।।
       ০৮/০৫/২০০৫

1 comment: