হাজার রঙেতে মন রাঙাইয়া
চলে যায় উর্বশী প্রেম শিখাইয়া
চায়না সে তো আর পেছন ফিরে
পাড়ার ছেলেদের নজর কেড়ে ।।
রঙ জিন্সের প্যান্ট পরিয়া
মহানগর সে দেখে ঘুরিয়া
রুপের নেসায় তার মাতাল করে
কাঁচা টাকার নোট পকেট ভরে ।।
সং সেজে জীবনের বারো মাসে
কাটায় জীবন আবার হেসে হেসে
মাতাল মাতাল চোখে চেয়ে
শত সপ্নের বাড়ি গড়ে ।।
মৌসুমি সেন ।।
চলে যায় উর্বশী প্রেম শিখাইয়া
চায়না সে তো আর পেছন ফিরে
পাড়ার ছেলেদের নজর কেড়ে ।।
রঙ জিন্সের প্যান্ট পরিয়া
মহানগর সে দেখে ঘুরিয়া
রুপের নেসায় তার মাতাল করে
কাঁচা টাকার নোট পকেট ভরে ।।
সং সেজে জীবনের বারো মাসে
কাটায় জীবন আবার হেসে হেসে
মাতাল মাতাল চোখে চেয়ে
শত সপ্নের বাড়ি গড়ে ।।
মৌসুমি সেন ।।
darun darun ...........
ReplyDelete